Breaking News

লেনদেনের কথা জেনেই লুটের ছক!পার্ক স্ট্রিটে প্রযোজনা সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় দু’জনকে গ্রেফতার পুলিশের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-পার্ক স্ট্রিটের প্রযোজনা সংস্থায় টাকা লুটে গ্রেপ্তার ২। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন সংস্থার মালিকের পূর্ব পরিচিত।বুধবার সন্ধ্যায় দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁদের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাত সাড়ে ১১টা নাগাদ আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম বিনোদ রাও এবং মহম্মদ আফতাবউদ্দিন। নারকেলডাঙার বাসিন্দা আফতাবউদ্দিনের বয়স ২২। আর ৩৯ বছর বয়সি বিনোদ থাকেন পার্ক লেনে। পুলিশের দাবি, বিনোদই ডাকাতির গোটা পরিকল্পনার নেপথ্যে ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে উঠে আসে আফতাবউদ্দিনের নাম। বুধবার রাতে তাঁর বাড়ি হানা দেয় পুলিশ। রাত সাড়ে ১১টা নাগাদ আফতাবউদ্দিনকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি থেকে ১ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল ফোনটিও। টাকা এবং ফোন একটি ব্যাগে রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৯ (৬) ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। বাকি টাকা উদ্ধারেরও চেষ্টা চলছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আফতাবউদ্দিন রাজাবাজার এলাকার বাসিন্দা। এর আগেও ডাকাতির মামলায় হয়েছে । জামিনে ছাড়া পেয়ে আপপ বাইরে আছে। এই লুটের সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত আছে, যাদের খোঁজ চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *