নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- নৈহাটিতে দিনেদুপুরে রাস্তার মাঝে তৃণমূল কর্মীর নৃশংস খুনের ২৪ ঘণ্টা না কাটতেই বদলি করা হল বারাকপুরের পুলিশ কমিশনার। অলোক রাজোরিয়ার বদলে এবার বারাকপুরের নতুন সিপির দায়িত্ব পেলেন অজয় কুমার ঠাকুর, কারা বিভাগের ডিআইজি। আর অলোক রাজোরিয়াকে পাঠানো হল ট্রাফিক বিভাগে |যদিও পুলিশের দাবি এটা রুটিন বদলি। শুক্রবার দুপুরে নৈহাটির গৌরীপুরে দিনে দুপুরে গুলি করে থেঁতলে খুন করা হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সন্তোষ যাদবকে। সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটলেও খুনিদের কাউকেই ধরতে পারেনি পুলিশ। যদিও প্রকাশ্যে আসা CCTV ফুটেছে স্পষ্ট কারা এই কাজ করেছেন। খুনের পিছনে কারা রয়েছে এই নিয়ে যখন তৃণমূল – বিজেপির বিবাদ চরমে তখনই নবান্ন থেকে আসে অলোক রাজোরিয়ার বদলির খবর। তাঁকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ডিআইজি ট্রাফিক পদে সরানো হয়েছে। বারাকপুরের নতুন পুলিশ কমিশনার হয়েছেন অজয় ঠাকুর। তিনি ছিলেন কারা বিভাগের ডিআইজি। দ্রুতই তাঁকে বারাকপুর পুলিশ কমিশনারেটের ভার নিতে হবে বলে নির্দেশ রাজ্য পুলিশের।
Hindustan TV Bangla Bengali News Portal