প্রসেনজিৎ ধর, কলকাতা :- ধর্মতলায় দাউদাউ করে জ্বলে খাবারের দোকান। কালো ধোঁয়ায় ঢাকে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন যায়। পরে আগুন বেশি ছড়িয়ে পড়লে আরও তিনটি ইঞ্জিন আনা হয়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।ধর্মতলার মোড়ের কাছে নিউ মার্কেট এলাকায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশে ছোট খাবারের দোকানে আগুন লেগেছিল। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায়। যে ভবনে আগুন লেগেছিল, তার উপরে কিছু অফিস রয়েছে। কয়েকটি পরিবারও থাকে সেখানে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েন। দমকলকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে পাইপের মাধ্যমে জল দেন। সাদা ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। পরিস্থিতি দেখতে রাস্তায় লোকজন দাঁড়িয়ে পড়েছিলেন।যে সময় আগুন লাগে, সেই সময় দোকান বন্ধ ছিল। বন্ধ ওই দোকানে কীভাবে আগুন লাগল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলে আগুন লেগে গিয়েছে। তবে আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই দমকল পৌঁছয়। তাই আশেপাশের দোকানে তা ছড়িয়ে পড়েনি। তবে ওই দোকানটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে ছাই গিয়েছে দোকানের ভিতরে থাকা সামগ্রী। এই ঘটনার ফলে ধর্মতলার ব্যস্ত রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। একে তো শনিবার সকাল থেকেই মেট্রো সময়মতো চলছে না বলেই অভিযোগ। তার মাঝে আবার ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ জায়গায় যানচলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন অনেকেই।ধর্মতলা এলাকায় যাঁদের দোকান রয়েছে, আগুনের খবর শুনে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এর ফলে বেশ কিছু ক্ষণের জন্য ধর্মতলার ব্যস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যে দোকানে আগুন লেগেছিল, সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও স্পষ্ট নয়। দমকল আগুন লাগার কারণ খতিয়ে দেখবে।
Hindustan TV Bangla Bengali News Portal