দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাঘাযতীনে হেলে পড়া বহুতলের ঘটনায় হরিয়ানার এক সংস্থার কর্ণধারকে গ্রেফতার করা হল। গ্রেফতার করল নেতাজি নগর থানার পুলিশ। ঘটনার দিন এলাকায় ছিলেন অভিযুক্ত অভিষেক নাগরা। পরে পালিয়ে যান। পুলিশের তরফে জানানো হয়েছে, বাড়ি লিফটিং সংস্থার কর্ণধার অভিষেক নাগরা। তাঁর বিরুদ্ধে এফআইআর করে কলকাতা পুরসভা। সংস্থার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ দায়ের করা হয়। অনুমতি ছাড়াই বাড়ি লিফটিং কাজ করে তারা। হরিয়ানা থেকে অভিষেক নাগরা নামে ওই ব্যক্তিকে সোমবার সকালে গ্রেপ্তার করেছে নেতাজি নগর থানার পুলিশ। অভিষেকের সংস্থাই বাঘাযতীনের হেলে পড়া ওই ফ্ল্যাটটিকে সোজা করার দায়িত্ব নিয়েছিল। তবে তাতে কাজের কাজ হয়নি। উলটে আরও হেলে বড়সড় বিপর্যয় নেমে এসেছে বাসিন্দাদের জীবনে। কেন কাজে এমন গাফিলতি? কারা কাজের দায়িত্ব দিয়েছিল, সমস্ত খুঁটিয়ে জানতে অভিষেককে ট্রানজিট রিমান্ডে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ।নেতাজি নগর পুলিশ জানিয়েছে, নিরাপত্তার কথা মাথায় না রেখেই কাজ করা হচ্ছিল বাঘাযতীনে। সুভাষ রায়ের নেতৃত্বে লিফ্টিংয়ের কাজ চলছিল। যার ফলে এত বড় ঘটনা ঘটে। ওই বহুতলটি শুধু ভেঙে পড়ে এমন নয়। এর জেরে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি বাড়িও। এপর্যন্ত বহুতলটির কোনও অনুমোদিত প্ল্যান পাওয়া যায়নি।
এই পর্যন্ত নির্মাণকারী সংস্থার মালিক-সহ ৮টি ফ্ল্যাটের মালিক ও ফ্ল্যাটের প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। কলকাতা পুরসভার পক্ষ থেকেও নেতাজিনগর থানায় ৭টি ধারায় মামলা রুজু হয়। যার মধ্যে ৪টি কেএমসি অ্যাক্ট এবং তিনটি মামলা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী।।
Hindustan TV Bangla Bengali News Portal