Breaking News

ভুট্টার জমিতে লুকিয়ে বোমা! ঘাস কাটতে গিয়ে বিস্ফোরণে জখম ২ নাবালক, চাঞ্চল্য মালদহে

দেবরীনা মণ্ডল সাহা :- ফের মালদহে বোমা বিস্ফোরণ। বোমা ফেটে গুরুতর আহত দুই নাবালক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদহের রতুয়া থানার চাঁদমুনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে। গুরুতর আহত অবস্থায় দুই নাবালোককে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আঘাত গুরুতর থাকায় দু’জনকে মালদহ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।মালদহের রতুয়া থানা এলাকার হলদিবাড়ির এই ঘটনায় তুমুল আতঙ্ক। বোমা বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে মালদহ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। জখম একজনের বয়স ৯ বছর, অপরজন ১৩ বছরের। উভয়ের শারীরিক পরিস্থিতি সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ।বৃহস্পতিবার দুপুরের দিকে চাঁদমুণি-২ নং গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকার সামির আখতার ও মহম্মদ ইমতিয়াজ গিয়েছিল ভুট্টার জমিতে ঘাস কাটতে। সামিরের বয়স ১৩ বছর, ইমতিয়াজ ৯ বছরের। জমি তাদের বাড়ি থেকে ৫০০ মিটার দূরে। ঘাস কাটতে কাটতে আচমকাই জমিতে লুকনো বোমা ফেটে যায়। গুরুতর আহত হয় দুজন। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন, দুজন জখম অবস্থায় জমিতে পড়ে আছে। তাদের দ্রুত উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।এদিকে চাষের জমিতে বোমা বিস্ফোরণের খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কী উদ্দেশ্যে ভুট্টার জমির মধ্যে বোমা লুকিয়ে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। আশপাশের জমিতে আর কোথাও কোনও বোমা রয়েছে কি না, তা খুঁজে দেখে বম্ব স্কোয়াডের একটি দল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *