প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। পথে নেমে প্রতিবাদ করছেন শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। বৃহস্পতিবার যেমন যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবিতে ময়দান মেট্রো স্টেশন হয়ে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছিল | সেই কর্মসূচি ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল ময়দান চত্বরে।ময়দান চত্বরে এদিন সকাল থেকে এসএলএসটি চাকরিপ্রার্থীরা জমায়ত শুরু করেন। যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। মিছিল করে কালীঘাট যাওয়ার কথা ছিল তাঁদের। তবে সেই মিছিল আটকে দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ, রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে তাঁদের প্যানেল বাতিল করা হয়েছে। আর এই ব্যাপারে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চান। উত্তেজনা বাড়লে পুলিশ একাধিক আন্দোলনকারীরা আটক করে। আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সাফ কথা, তাঁরা যোগ্য, তাঁদের চাকরি দিতে হবে। যারা অযোগ্য তাঁদের তালিকাভুক্ত করে বের করা হোক। গোটা প্রক্রিয়ার মধ্যে যোগ্য শিক্ষকরা কেন ভুক্তভোগী হবেন, সেই প্রশ্নই তুলেছেন তাঁরা। আর এই কারণেই কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁদের কালীঘাট অভিযানের কোনও অনুমতি দেয়নি। তাই বিক্ষোভ শুরু হলেই একে একে চাকরিপ্রার্থীদের আটক করা শুরু করে তাঁরা।প্রতিবাদী চাকরিপ্রার্থীদের দাবি, অযোগ্যদের তালিকা থেকে বাদ দিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হোক। ‘অযোগ্যদের জন্য আমরা কেন ভুগবো?’ প্রশ্ন তাঁদের। এই নিয়েই আজ কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন আন্দোলনকারীরা। তবে পুলিশের তরফ থেকে এই অভিযানের অনুমতি দেওয়া হয়নি।এসএলএসটি চাকরিপ্রার্থীদের এই কর্মসূচি ঘিরে এদিন উত্তাল হয়ে ওঠে ময়দান চত্বর। তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। এরপর বিক্ষোভ শুরু হতেই একাধিক চাকরিপ্রার্থীকে আটক করে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal