প্রসেনজিৎ ধর, কলকাতা :-অবশেষে জল্পনার অবসান । প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ফিরলেন কংগ্রেসে ৷ বুধবার প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা নিয়ে কংগ্রেসে যোগ দেন তিনি ।”অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম। সেজন্য ক্ষমা চাইছি।” ঘর ওয়াপসির পর এমনি মন্তব্য করলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। বুধবার কলকাতায় দ্বিতীয়বার কংগ্রেসের দফতরে এসে হাত শিবিরে যোগদান করেন তিনি। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। কংগ্রেসে পুনর্জন্ম নিয়ে অভিজিৎ বলেন, “আমি নিজেই দলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলাম। কংগ্রেসে আমার দ্বিতীয় জন্মদিন হল। প্রথমবারও আমি এই জায়গা থেকেই দলে যোগ দিয়েছিলাম। কংগ্রেস ছেড়ে একটা আমার কংগ্রেস ছেড়ে যাওয়া উচিত হয়নি। আমি খুশি যে আমাকে পুনরায় যোগদান করার সুযোগ দেওয়া হয়েছে।”বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল কংগ্রেসে প্রত্যাবর্তন হতে পারে প্রণব-পুত্রের। সেই জল্পনা সত্যি হল। দলে যোগ দিয়ে নীতি-আদর্শ মেনে কাজ করার প্রতিশ্রুতি দেন অভিজিৎ। তিনি জানান, কংগ্রেস ছেড়ে ভুল কাজ করেছিলেন। তৃণমূলে যোগ দেওয়া একটা অরাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আক্ষেপ করে বলেন, “স্বাধীনতা সংগ্রামীর নাতি হিসেবে অরাজনৈতিক ভুল করেছিলাম কংগ্রেস ছেড়ে। আমি ক্ষমা চাইছি। কংগ্রেস ছেড়ে যাওয়া উচিত হয়নি আমার।”
Hindustan TV Bangla Bengali News Portal