দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে তথ্য পরিবর্তন করা হয়েছে, তেমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।অভিষেক অভিযোগ করেছেন যে তাঁর ‘অফিসিয়াল ফেসবুক পেজে ‘অনুমোদনহীনভাবে’ কেউ ঢুকে পড়েছে। আর তাঁর ব্যক্তিগত তথ্য পালটে দিয়েছে। সেই ঘটনায় যাতে কড়া পদক্ষেপ করা যায়, সেই দাবি তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এমনকী মার্ক জুকারবার্গরা (মেটার সিইও) যদি উপযুক্ত পদক্ষেপ না নেন, তাহলে পালটা ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।জানা যাচ্ছে, ফেসবুকে অভিষেকের অফিশিয়াল পেজে তাঁর পরিচয় লেখা- সাংসদ, জাতীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কিন্তু দিন দুই আগে নজরে পড়ে, ‘বায়ো’তে লেখা শুধুমাত্র সাংসদ এবং সাধারণ সম্পাদক, দলের নাম উধাও | এ নিয়ে দলের অন্দরে চর্চাও হয়েছিল বিস্তর। ডায়মন্ড হারবারের সাংসদ কি নিজেই ওই তথ্য বদল করলেন নাকি নিছকই তা সাইবার বিভ্রাট? এই প্রশ্ন উঠেছিল।বিষয়টি অভিষেকের নজরে পড়তেই তিনি আইনি পদক্ষেপের রাস্তায় হাঁটলেন। আইনজীবী মারফত ফেসবুকের মূল সংস্থা মেটাকে নোটিস পাঠালেন। তাতে অভিযোগ, কেউ বা কারা অবাঞ্ছিতভাবে তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে তথ্য বদল করেছে। সাংসদের সোশাল মিডিয়ায় আড়ি পাতা হচ্ছে বলেও অভিযোগ। ফেসবুকের বিরুদ্ধেই অভিযোগ, সংস্থার তরফে অভিষেকের অফিশিয়াল পেজটি সম্পাদনা করার অনুমতি দেওয়া হয়েছে অবাঞ্ছিত কাউকে। সেই কারণেই এমন বদল আর এই বদল সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় | যুক্তি সহকারে এসব অভিযোগ জানিয়ে মেটাকে নোটিস পাঠান সাংসদের আইনজীবী সঞ্জয় বসু।
Hindustan TV Bangla Bengali News Portal