প্রসেনজিৎ ধর, কলকাতা :- বোলপুরের লোকপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় এক তৃণমূল কর্মী ও তাঁর ২ ছেলেকে দোষী সাব্যস্ত করল বিশেষ এনআইএ আদালত। এনআইএ আদালতের বিচারক শুভেন্দু সাহা তৃণমূলকর্মী বাবলু মণ্ডল ও তাঁর ২ ছেলেকে দোষী সাব্যস্ত করেছেন। ঘটনার প্রায় পাঁচ বছর ৪ মাস পর এই মামলায় সাজা শোনাল আদালত।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে বাড়ির টিনের চালা উড়ে যায়। ঘটনার সময় ঘরে কেউ ছিলেন না। তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি। নাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় বাবলু মণ্ডল এবং তার দুই ছেলে নীরঞ্জন এবং মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে মামলা রুজু হয়। গ্রেফতার করা হয় তিনজনকে। বেশ কয়েক বছর তদন্ত চলার পর জামিন পায় বাবলু মণ্ডলের দুই ছেলে। তবে তারপর থেকে পলাতক দুজনে। এরপর মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালত এনআইএকে তদন্তভার দেয় |বিস্ফোরক পদার্থ আইন বা এক্সপ্লোসিভ সাবস্ট্যান্ট অ্যাক্টে এনআইএ আদালতে চার্জশিট দেয়। ওই মামলায় ৫৪ জন সাক্ষী ছিলেন। ২৮ জন আদালতে সাক্ষ্য দেন। ওই মামলায় বৃহস্পতিবার এনআইএ আদালতে এই মামলায় দোষী সাব্যস্ত হয় বাবলু। এখনও এই মামলার সাজা ঘোষণা করেনি আদালত। এই মামলায় বাবলুর সর্বোচ্চ সাজা হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
Hindustan TV Bangla Bengali News Portal