দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বৃহস্পতিবার থেকে রবিবার। টানা চার দিন সম্পূর্ণ বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা | হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ কোনও রুটেই চলবে না মেট্রো। সপ্তাহের কাজের দিনে যাত্রীদের ভোগান্তির অশান্তি।প্রথম দফায় ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি ইস্ট-ওয়েস্ট মেট্রোর দু’টি অংশ বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পরিষেবা বন্ধ রেখে হবে কাজ। তারপর মূলত শনি-রবিবার এই দু’টি রুট বন্ধ রেখে কাজ হবে। বউবাজারে মেট্রোর ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে পশ্চিমমুখী টানেল দিয়ে ইতিমধ্যেই ট্রায়াল রান সফল হয়েছে। বহু প্রতীক্ষার পর পাতালপথে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পথ জুড়তে চলেছে। বর্তমানে সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ এবং এসপ্ল্যানেড-হাওড়া ময়দানের মধ্যে মেট্রো চালু আছে। ভিন্ন দু’টি সিগনালিং ব্যবস্থায় চলছে এই জোড়া করিডোর। তবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে মেট্রো চালাতে অভিন্ন সিগনালিং ব্যবস্থা বসাতে হবে। এই কাজের বরাত পেয়েছে ফরাসি এক সংস্থা। তারা কমপক্ষে দেড়মাস রুট বন্ধ রেখে কাজ করার প্রস্তাব দিয়েছিল। রেল বোর্ডের তরফে তার প্রাথমিক অনুমোদনও দিয়ে দেওয়া হয়। তবে কাজ শুরুর আগে রাজ্য সরকারের আনুষ্ঠানিক ছাড়পত্র রেল পায়নি।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম বা সিবিটিসি চালু হচ্ছে। তারই পরীক্ষা করা হবে। বলা হয়েছে, এই পরীক্ষা সফল হলে দুই ট্রেনের মধ্যে ধাক্কা লাগার ঘটনা যেমন কমে আসবে, তেমনই অতিরিক্ত গতি বাড়ানোর আশঙ্কাও থাকবে না। এই রুটে যারা যাতায়াত করেন তারা মূলত অফিস যাত্রী। তাই মেট্রো বন্ধ থাকার কারণে রাস্তায় চাপ বাড়বে বলে অনুমান।
Hindustan TV Bangla Bengali News Portal