Breaking News

মোহন ভাগবতের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট!মানতে হবে একাধিক শর্ত

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পূর্ব বর্ধমানে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভায় শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রবিবার ওই সভা হবে। সেদিন স্কুল খোলা থাকবে না। পরীক্ষাও নেই। তবে শর্তসাপেক্ষে ওই সভার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এই বিষয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, কোনও পরীক্ষার্থীর যাতে সমস্যা না হয়, সেটা দেখার দায়িত্ব মামলাকারীর। বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে এই সভা উপলক্ষ্যে। শর্ত মেনে সভা করতে হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। সাংগঠনিক দুর্বলতা খুঁজে সমাধানের রাস্তা বের করতে রাজ্য সফরে এসেছেন মোহন ভাগবত। টানা কয়েকদিন কলকাতায় থাকবেন তিনি। সেইসঙ্গে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে সংঘের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা তাঁর। সূচি অনুযায়ী, আগামী রবিবার বর্ধমানের সাই কমপ্লেক্সে সংঘের একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সংঘ প্রধান মোহন ভাগবতের। মধ্যবঙ্গে সংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। জেলা প্রশাসনের কাছে সেই মর্মে অনুমতি চাওয়া হয় সংঘের তরফে।তবে মহকুমাশাসক জানান, যেখানে অনুষ্ঠান, তার সামনেই রয়েছে একটি স্কুল। সেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে। তাই মাইক বাজিয়ে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া যাবে না। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। জেলাশাসকের সেই আপত্তি উড়িয়ে সংঘের অনুষ্ঠানের অনুমতি দিল হাইকোর্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *