প্রসেনজিৎ ধর, কলকাতা :- জোকা ইএসআই হাসপাতাল চত্বরে ব্যাগের ভিতর মিলল মাংসপিণ্ড | ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে এলাকায়। উদ্ধার হওয়া মাংসপিণ্ড মানুষের নাকি অন্য কোনও পশুর? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ ওই মাংসপিণ্ড উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। রিপোর্ট হাতে এলেই খোলসা হবে গোটা বিষয়টা।শুক্রবার সকালে হাসপাতালের বয়েস হস্টেলের পিছন দিকে ওই ব্যাগটি পাওয়া যায়। ব্যাগে মাংসপিণ্ড রয়েছে দেখেই পুলিশে খবর দেওয়া হয়। আপাতত জায়গাটি ঘিরে রাখা হয়েছে। কীসের মাংস তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে |এ বিষয়ে ইএসআইসি হাসপাতালের এক ছাত্র বলেন, ‘আমি হস্টেলের ১৩ তলায় থাকি। এক বন্ধু সকালে এসে জানায় বিষয়টা। এটা ক্যান্টিনের পিছন দিক। রোজ প্রচুর মানুষ যাতায়াত করেন এখান থেকে।’ হাসপাতালে উপস্থিত লোকজনের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই কৌতুহল তৈরি হয়। ওই ব্যাগ কীভাবে ক্যান্টিনের পিছন দিকে পৌঁছল, কে ব্যাগটি রাখল, তা কারও চোখেই পড়েনি বলে জানান তাঁরা। তদন্ত শুরু হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি দেখছে।কিন্তু এটা কি মানব দেহাংশ নাকি পশুর? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উদ্ধার হওয়া মাংসপিণ্ড কোনও পশুর। তবে মানব দেহাংশ হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট মিললেই বিষয়টা স্পষ্ট হবে। তারপর খতিয়ে দেখা হবে, এর নেপথ্যে কে বা কারা।
Hindustan TV Bangla Bengali News Portal