দেবরীনা মণ্ডল সাহা :- ফের এক মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যু। কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হস্টেলে ওই মেডিক্যাল পড়ুয়ার দেহ উদ্ধারকে ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। ওই চিকিৎসক পড়ুয়ার নাম কিষাণ কুমার। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে মেধাবী ওই ছাত্রের দেহ উদ্ধারকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ডাক্তারি পড়ুয়ার নাম কৃষাণ কুমার। তিনি বিহারের বাসিন্দা। এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এমবিবিএস করছিলেন। থাকতেন হস্টেলেই। কিছুদিন পরই তাঁর কোর্স শেষ হয়ে যাওয়ার কথা ছিল।বুধবারে রাতের খাওয়ার জন্য আসেননি কৃষাণ। হস্টেলের ৩০৪ নম্বর রুমে তাঁকে ডাকতে যান বন্ধুরা। কিন্তু ভিতর থেকে গেট বন্ধ ছিল। ডাকাডাকির পর দরজা না খোলায় গেট ভেঙে ভেতরে ঢোকেন তাঁরা। বন্ধুরাই প্রথম দেখেন সিলিংয়ের সঙ্গে ঝুলছেন যুবক। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। হবু ডাক্তারের বাড়িতে খবর দেওয়া হয় রাতেই। বৃহস্পতিবার কোচবিহার এসেছেন পরিবারের সদস্যরা। তাঁদের সম্মতি নেওয়ার পর দেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। পড়াশোনার জন্য কোচবিহারের ওই হস্টেলে থাকতেন। এদিকে দিন চারেক পরেই ওই মেডিক্যাল পড়ুয়া শংসাপত্র পেত। আর তার আগেই এই ঘটনা। ৪ বছর ধরে ডাক্তারি পড়ার পরে কেন এই চরম সিদ্ধান্ত সেটা কিছুতেই বুঝতে পারছেন না তাঁর সহপাঠীরাও।
Hindustan TV Bangla Bengali News Portal