নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার আবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক বাংলাদেশি যুবক। ওপার বাংলা থেকে ইচ্ছামতী নদী পেরিয়ে ঢুকে পড়েছে এপার বাংলায়। তারপর দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায় গা ঢাকা দেওয়া যাতে যায় সেই চেষ্টা করছিল বলে অভিযোগ। কিন্তু ওখান থেকেই বাংলাদেশের নাগরিক ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই যুবককে এলাকায় দিশাহীনভাবে ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায় যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। এই ঘটনা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে ক্যানিং এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম হাবিবুল্লা গাজি। বৃহস্পতিবার রাতে ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের বাদামতলা এলাকায় ওই যুবককে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। বিক্ষিপ্তভাবে তাঁকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করলেও তেমন একটা মুখ খোলেনি ওই যুবক। অগত্যা ক্যানিং থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।তার কাছ থেকে ভারতের নাগরিকত্বের কোনও বৈধ কাগজপত্রও মেলেনি। তার জেরে পুলিশের সন্দেহ আরও গাঢ় হয়। আর পর পর প্রশ্নের মুখে পড়ে ওই যুবক যে বাংলাদেশ থেকে এসেছিল সেটা বলে ফেলে। বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় ওই যুবকের বাড়ি। ইছামতী নদী পেরিয়ে ভারতে এসেছে সে। এইসব তথ্য দেওয়ার পর অনুপ্রবেশের অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়। এখন কী কারণে সে ভারতে এসেছিল? সেটা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে আজ শুক্রবার আদালতে তোলা হয়।বেশ কিছুদিন আগে ক্যানিংয়ের হাসপাতাল পাড়া এলাকা থেকে কাশ্মীরের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছিল কাশ্মীরের পুলিশ। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। তারপর থেকে ওইসব এলাকায় বাসিন্দারাও সতর্ক থাকছেন। অপরিচিত মুখ দেখলে বাসিন্দারাই পুলিশে খবর দিচ্ছেন বলে জানা গিয়েছে |
Hindustan TV Bangla Bengali News Portal