Breaking News

বড় পর্দা কাঁপাতে আসছে ‘দীপু’!

প্রসেনজিৎ ধর :- দীপেন্দু বিশ্বাস মানেই উড়ন্ত হেড, দুরন্ত গোল। তাঁর জীবন জুড়ে সবুজ-মেরুন, লাল-হলুদ, সাদা-কালো রংয়ের ছড়াছড়ি |মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ জুড়ে প্রচুর গোল। এ বার তাঁর জীবনের কিছু অজানা গল্প ধরা দিচ্ছে সিনেমার পর্দায়। ‘দীপু’ নামের সিনেমার ঘোষণা হয়েছিল আগেই। এ বার শুরু হয়ে গেল শুটিংও। মহামেডান মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত শুটিং করলেন প্রখ্যাত অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দীপেন্দু বিশ্বাস স্বয়ং। সিনেমায় ময়দানের এক ফুটবল কর্তার ভূমিকায় অভিনয় করছেন পরাণবাবু।
‘এ বর্ষা এন্টারটেইনমেন্ট’ নিবেদিত, ব্রহ্ম বনসাল, অনুশ্রী ভট্টাচার্য, বর্ষা সেনগুপ্ত এবং শ্রী প্রীতম প্রযোজিত বাংলা ছবি ‘দীপু’-তে তারকার ছড়াছড়ি। রয়েছেন টলিউড তারকা সোহম চক্রবর্তী। এরকম স্পোর্টস ড্রামা এবং কোচের ভূমিকায় প্রথম দেখা যাবে তাঁকে। বেশ চ্যালেঞ্জিং অভিনয়ের সামনে তিনি। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রযোজক ব্রহ্ম বনসল নিজেই। প্রথম দিন থেকেই শুটিংয়ে হাজির তিনি। নায়িকার ভূমিকায় দেখা যাবে বর্ষা সেনগুপ্তকে। যিনি জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার। কুমার শানুর সঙ্গে যাঁর গাওয়া ‘কুলপি’ সিনেমার ‘উলুলু’ গানটি সারা বাংলায় খুব জনপ্রিয় হয়েছে ইতিমধ্যেই। সিলভার স্ক্রিনে ‘দীপু’ মুভি তেই বর্ষার অভিনয় জগতে অভিষেক ঘটতে চলেছে।
ছবিটি পরিচালনা করছেন টলিউডের বিক্রম সিংহ, খোকা ৪২০, ইডিয়েট, খিলাড়ি ছবির মন মাতানো সুরকার শ্রী প্রীতম |
এই ছবির পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনী চিত্রনাট্য সংলাপ এবং সংগীত পরিচালনার দায়িত্বে তিনিই রয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পরান বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল ব্যানার্জি, তুলিকা বসু, মৌসুমী সাহা, বিশ্বনাথ বসু,সুমিত গাঙ্গুলী, তমাল রায় চৌধুরী, দেব রঞ্জন নাগ, অনুশ্রী ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, সৌরভ চট্টোপাধ্যায়রা।
আর রয়েছেন ‘দীপু’-র ভূমিকায় আমন মুন্সী। বলিউডের ‘ময়দান’ সিনেমায় অলিম্পিয়ান অরুণ ঘোষের ভূমিকায় অভিনয় করেছিলেন যিনি। আমন নিজেও ময়দানের ফুটবলার। ফলে ফুটবল খেলতে অসুবিধে হবে না তাঁর। পরিচালক শ্রী প্রীতম বললেন, ‘কাহিনীতে রয়েছে একটি পরিবারের সংগ্রাম এবং ভালোবাসা। ছোট দীপু-র গ্রামের ফুটবল কোচের হাত ধরে অনেকটা লড়াইয়ের পর কলকাতার মাঠে খেলার স্বপ্নে বিভোর এক তরুণের গল্প। যেখানে রয়েছে বড় চমক।’
সব মিলিয়ে, সবুজ মাঠের পরে বড় পর্দা কাঁপাতে আসছে ‘দীপু।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *