প্রসেনজিৎ ধর, কলকাতা :- ট্রাম নিয়ে এবার স্বস্তির খবর।কলকাতায় জয়রাইডের ক্ষেত্রে ট্রামকে ব্যবহার করা হবে। আর সেই জয়রাইডের ট্রাম হবে-এক বগি আর দুই ইঞ্জিন যুক্ত। অর্থাৎ এই ট্রামকে আরও ঘোরানোর প্রয়োজন নেই। যাওয়ার সময় সামনের ইঞ্জিনটি টেনে নিয়ে যাবে। আর আসার সময় অপর ইঞ্জিনটি নিয়ে আসবে। তবে একাধিক রুটে নয়, এটি চলবে মাত্র একটি রুটে। এসপ্ল্যানেড থেকে ময়দান হয়ে ভিক্টোরিয়া পর্যন্ত চালানোর ভাবনা নেওয়া হয়েছে এই ট্রামকে। বগির আগে এবং পিছনে দুটি ইঞ্জিন থাকার কারণে এই ট্রামকে ঘোরাতে হবে না। আপাতত যা খবর, নোনাপুকুর ট্রাম ডিপোতে এই ‘জয়রাইড’ তৈরি করা হচ্ছে |বর্তমানে শ্যামবাজার থেকে ধর্মতলা ও গড়িয়াহাট ধর্মতলা এই দুটি রুটে যাত্রীবাহী ট্রাম চলে। অধিকাংশ রুটে আর ট্রাম চলে না। গতির সঙ্গে পাল্লা দিতে পারেনি ট্রাম। সেকারণে সরে যেতে হয়েছে ট্রামকে। বিশ্বের অন্যতম দূষণহীন যানবাহনের মধ্যে অন্যতম হল এই ট্রাম। তবে সেই ট্রামকেই ধীরে ধীরে মুছে দেওয়া হচ্ছে কলকাতার মানচিত্র থেকে। অনেকের মতে, গতির সঙ্গে পাল্লা দিতে পারেনি ট্রাম। ট্রামের জেরে যানজট আরও মারাত্মক আকার নেয়। তবে ট্রামকে বাঁচিয়ে রাখার জন্য বিকল্প ব্যবস্থা করা যেতেই পারে। এবার নোনাপুকুর ট্রাম ডিপোতে এই দুদিকে মুখ যুক্ত ট্রাম তৈরি করা হচ্ছে। তবে এই নতুন ট্রাম এসি হবে না। একেবারে খোলা মেলা ট্রাম। হাওয়া খেতে খেতে ঘোরা যাবে কলকাতায়। এবার ট্রামকে ঘিরে আবেগও থাকবে, নস্টালজিয়াও থাকবে।
Hindustan TV Bangla Bengali News Portal