দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিউ দিল্লি স্টেশনে ভয়াবহ ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৮জনের। রেলের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ উঠছে।মহাকুম্ভের পুণ্যার্থীদের আরও বেশি সহযোগিতা প্রয়োজন, প্রাণহানির ঘটনায় দাবি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশও করেন তিনি।তিনি লিখেছেন,
‘দিল্লিতে পদপিষ্টের ঘটনায় ১৮জনের মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। এই যন্ত্রণাদায়ক ঘটনা একটা বিষয়কেই হাইলাইট করে যে অত্যন্ত যত্ন নিয়ে পরিকল্পনা করতে হয় ও ব্যবস্থাপনা করতে হয়। বিশেষত যখন এটা নাগরিকদের সুরক্ষা সম্পর্কিত বিষয় হয়।মমতা লিখেছেন, যে সমস্ত তীর্থযাত্রীরা মহাকুম্ভের দিকে যাচ্ছিলেন তাদের যথাযথ সাপোর্ট ও সুবিধার প্রয়োজন। তাদের এই ধরনের সমস্যায় যেন পড়তে না হয়। এই ধরনের জার্নি যাতে নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হয় সেটা নিশ্চিত করা দরকার। আমার অন্তরের সমবেদনা রইল ওই শোকাহত পরিবারের প্রতি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ প্রসঙ্গত, কুম্ভ যাওয়ার উদ্দেশে শনিবার রাতে শয়ে শয়ে মানুষ জড়ো হন নয়াদিল্লি স্টেশনে। আসলে নয়াদিল্লি স্টেশন থেকে একাধিক ট্রেন হয় সরাসরি কুম্ভে যাওয়ার কথা, নয়তো কুম্ভ হয়ে অন্য গন্তব্যে যাওয়ার কথা। সেই ট্রেনগুলির আশায় দাঁড়িয়েছিলেন কয়েক হাজার মানুষ। স্থানীয় সূত্রের দাবি, স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেস এই দুটি ট্রেনে প্রয়াগরাজ যাবেন বলে বহু মানুষ ১২ এবং ১৩ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। কিন্তু দুটি ট্রেনের কোনওটিই সময়মতো পৌছয়নি। এর মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে ট্রেনদুটি বাতিল হয়েছে। এর মধ্যে কুম্ভের জন্য স্পেশাল ট্রেন প্রয়াগরাজ এক্সপ্রেস ঢুকে পড়ে ১৪ নম্বর প্ল্যাটফর্মে। প্রয়াগরাজ এক্সপ্রেস আসতে দেখে ওই ট্রেনের যাত্রীরা তো বটেই বাকি দুটি ট্রেনের যাত্রীরাও হু হু করে ১৪ নম্বর প্ল্যাটফর্মের দিকে ছুটতে থাকেন। সকলে একসঙ্গে ওই ট্রেনটিতে ওঠার চেষ্টা করলে অনেকে পড়ে যান। পদপিষ্ট হয়ে ১৮ জনের প্রাণহানি হয়।
Hindustan TV Bangla Bengali News Portal