প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসকেএম হাসপাতালের উল্টো দিকে হরিশ মুখার্জি রোডের ওপর দুষ্কৃতী তাণ্ডব। নিউমার্কেটে ব্যবসা সেরে বাড়ি ফিরছিলেন দুই ব্যবসায়ী। তখনই তাঁদের পথ আটকায় ১৫ জন দুষ্কৃতী। যাঁদের কেউ গাড়িতে আবার কেউ মোটর সাইকেল নিয়ে এসেছিলেন। আচমকাই তাঁরা দুই ব্যবসায়ীকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে।খাস কলকাতায় এহেন ঘটনায় আবার প্রশ্নের মুখে নিরাপত্তা। জানা গিয়েছে রামানুজ সিংহ নামে ওই ব্যবসায়ী তাঁর ভাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকা পথ আটকে হামলা চালায় দুষ্কৃতীরা। আক্রান্তের পরিবারের অভিযোগ, তোলা না দেওয়ায় এহেন হামলা চালানো হয়েছে। আক্রান্তদের একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যজনের পায়ে, হাতে, মাথায় গভীর ক্ষত থাকায়, কোথাও ১২টা আবার কোথাও ১৫টা সেলাই পড়েছে।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দু’জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও খবর। আক্রান্তের অভিযোগ, “১৫ জন দুষ্কৃতী এই হামলা চালায়। সবাইকে চিনতে না পারলেও রেহান, আসিফদের চিনতে পেরেছি।”ইতিমধ্যেই ঘটনায় ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর |গোটা ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal