Breaking News

ঘরে ঢুকে নাতির সামনে ঠাকুমাকে বঁটির কোপ দিয়ে লুঠ!চাঞ্চল্য মালদহে

দেবরীনা মণ্ডল সাহা :- নাবালক নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে কুপিয়ে বাড়িতে লুটপাট চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতী দলের বিরুদ্ধে। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদহের হবিপুর থানা এলাকায়। এলাকায় কীর্তন চলায় আক্রান্ত পরিবারের চিৎকার শুনতে পারেননি প্রতিবেশীরা। রক্তাক্ত বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুলচণ্ডী তিন নম্বর কেন্দুয়া গ্রামে। ঘটনায় আক্রান্ত মহিলা আন্নাবালা মৃধা রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। বাড়ির ছেলে সুব্রত মৃধা ত্রিপুরায় সিআরপিএফ জওয়ান পদে কর্মরত। বাড়িতে তাঁর স্ত্রী, নাবালক দুই ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন। শনিবার রাতে সেই বাড়িতেই ঘটে ভয়ঙ্কর লুঠের ঘটনা। আক্রান্ত অন্নবালা দেবীর নাবালক নাতি বলেন, রাতে ঠাকুমা শৌচাগারে গিয়েছিলেন। তখন আমি হালকা ঘুমে ছিলাম। হাঠৎ দেখি ঘরে কেউ ঢুকে পড়ে। আমি ঘুমের ভান করে পড়ে ছিলাম। এর পর ঠাকুমা ঘরে ঢুকতেই বালিশ দিয়ে মুখ চেপে ধরে ওই ব্যক্তি। বলে, আওয়াজ করলে মেরে ফেলব, যা আছে সব বার করে দে। ঠাকুমা বাধা দিয়ে তার গলায় বঁটি দিয়ে কোপ বসায় ওই ব্যক্তি। এরপর ঠাকুমা ও মায়ের ঘরে থাকা যাবতীয় গয়না ও নগদ নিয়ে পালিয়ে যায় সে। বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যে বঁটি দিয়ে আঘাত করা হয়েছিল সেটিকে বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামে কয়েকদিন ধরে কীর্তন চলছিল। তাই পরিবারের সদস্যরা আর্তনাদ করলেও শোনা যায়নি। এই ঘটনায় গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *