Breaking News

ভোটার কার্ড,আধার কার্ড থাকলেই সে ভারতীয় নয়!বহু বাংলাদেশিরও তো ওরকম নথি আছে, মন্তব্য কলকাতা হাইকোর্টের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- জাল পাসপোর্ট মামলায় কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতির। ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই ভারতীয় নাকি, এই ধরনের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড রয়েছে বহু বাংলাদেশির কাছে। কেউ কেউ আবার নিজেদের ভারতীয় প্রমাণ করার জন্য ট্যাক্সও দিচ্ছে। জাল পাসপোর্ট মামলায় এমনই কড়া মন্তব্য করলেন বিচারপতি দেবাংশু বসাক।বর্ধমানের বাসিন্দা দুলাল শীল ও তাঁর স্ত্রী স্বপ্না শীলকে একবছর আগে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, তাঁরা আদপে বাংলাদেশি। জাল আধার-ভোটার কার্ড বানিয়ে এদেশে থাকছিলেন বলে দাবি পুলিশের। এদিন তাঁদের জামিন মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, “আধার কার্ড, ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাকি? এই রকম জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড প্রত্যেক বাংলাদেশির আছে। ওদের আবার কেউ কেউ এদেশের নাগরিক দেখাতে ট্যাক্সও দেয়।” তাঁর কথায়, “আমেরিকা থেকে যাদের বের করে দিচ্ছে, তাঁদের মধ্যেও এই একই ঘটনা দেখা যাচ্ছে।”জবাবে বিচারপতি দেবাংশু বসাক বলেন, ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না। অনেক বাংলাদেশিও এসব নথি বানিয়ে ফেলেছে। অনেকে তো আবার নিজেকে নাগরিক প্রামণ করতে ট্যাক্সও দিচ্ছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সব অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়েছে তারাও সেদেশে এরকম নথি বানিয়ে ফেলেছিল। অনুপ্রবেশকারীরা সব জায়গাতেই এই কাজ করে থাকেন। একথা বলে শীল দম্পতির জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি বসাক।সম্প্রতি পাসপোর্ট কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর দেখা যায় ৭৩ জন বাংলাদেশি ভারতীয় নথি তৈরি করে ভারতীয় পাসপোর্টও বানিয়ে ফেলেছেন। এদের মধ্যে অন্তত ২০ জন সেই পাসপোর্ট দেখিয়ে বিদেশে চলে গিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *