দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সুস্থ পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে ফিরলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী | মঙ্গলবার দুপুরে পার্থকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত তাঁকে আলাদা করে কোনও পরীক্ষা করাতে দেওয়া হয়নি। নানা শারীরিক সমস্যার কারণে নিয়মিত বেশ কিছু শারীরিক পরীক্ষা করাতে হয় পার্থকে। সেগুলি আগের মতোই চলবে বলে জানানো হয়েছে।গত ২০ জানুয়ারি জেলে আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এর পরেই আদালতে পিটিশন জমা করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আবেদনে পার্থ জানিয়েছিলেন যে, এসএসকেএমে চিকিৎসা করিয়ে সুস্থ হতে পারছেন না তিনি। তাই বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার অনুমতি দেওয়া হোক তাঁকে। এর পরেই এসএসকেএম হাসপাতাল থেকে রিপোর্ট তলব করে পার্থের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিল আদালত। সেই রিপোর্ট খতিয়ে দেখে বিচারক পার্থকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর অনুমতি দেন। তবে শর্ত দেওয়া হয়, চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে পার্থকেই। তাতে রাজি হন প্রাক্তন মন্ত্রী। সেই মতো গত ২৮ জানুয়ারি রাতে এসএসকেএম থেকে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।১৪ ফেব্রুয়ারি আদালতে ওই হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, আপাতত সুস্থ রয়েছেন পার্থ। হাসপাতালের তরফে পার্থের মেডিক্যাল রিপোর্টও জমা দেওয়া হয়। কলকাতার বিচার ভবনে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক বিচারককে জানান, পার্থ এখন ভালই আছেন। এক-দু’দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যেতে পারে। তার চার দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন পার্থ।
Hindustan TV Bangla Bengali News Portal