প্রসেনজিৎ ধর, কলকাতা :- ‘মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে, প্ল্যানিং না করার জন্য এত মৃত্যু হয়েছে’ বিধানসভায় বক্তব্য রাখার সময়ে এই অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটেছে। যা নিয়ে বারবার মমতা বলেছেন, এত বড় উৎসবের আয়োজন করার আগে উপযুক্ত পরিকল্পনা করা হয়নি। এদিনও ফের একই অভিযোগ করলেন তিনি। সঙ্গে তাঁর দাবি, ভিআইপিদের বিশেষ সুবিধা পাইয়ে দিতে গিয়ে গরিব মানুষদের মারা হয়েছে। মমতার কথায়, “মহাকুম্ভের কথা বলে লাভ নেই। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মহাকুম্ভকে আমি সম্মান জানাই। কিন্তু প্ল্যান না করে একটা কুম্ভ করলেন! কত মানুষ মারা গেছে | বড় লোকেদের জন্য ভিআইপি ক্যাম্প। আর গরিবদের জন্য কিছু না। আপনারা মহাকুম্ভের জায়গাটা বিষাক্ত করেছেন।” মুখ্যমন্ত্রীর খোঁচা, “ধর্মের জন্য যারা এই মৃত্যু নিয়ে হাইপ তুলছেন তাদের আমি মেনে নিতে পারি না। সিরিয়াস বিষয় নিয়ে হাইপ তুলতে নেই।”এর পরে তিনি গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ তুলে বলেন, ‘আমরা গঙ্গাসাগর মেলার সময় কোনও ভিভিআইপিকে অ্যালাও করি না।’
Hindustan TV Bangla Bengali News Portal