দেবরীনা মণ্ডল সাহা :-চিকিৎসারত অবস্থায় বুধবার মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর । মৃতের নাম অভিজিৎ রায় (১৬) | অভিজিতের বাড়ি ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের উত্তরকালামাটি এলাকায় ।জলপাইগুড়ির ময়নাগুড়ির পানবাড়ির বাসিন্দা অভিজিৎ রায়। এই বছর চ্যাংমারি হরেন্দ্র নাথ হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে। বাংলা এবং ইংরেজি পরীক্ষা দিয়েছিল। কিন্তু তৃতীয় পরীক্ষার দিনই পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়া অভিজিৎকে প্রথমে ময়নাগুড়ি হাসপাতালের পরে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে স্থানান্তরিত করে গতকাল, মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ছাত্র শিক্ষক মহলে।এই বিষয়ে বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক ডাঃ রজত ভট্টাচার্য বলেন, “অভিজিৎ রায় নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী পেটের যন্ত্রণা নিয়ে মঙ্গলবার বিকেলে নার্সিংহোমে ভর্তি হয় । সেই সময় ছেলেটির অবস্থা ছিল খুব সঙ্গীন ৷ ব্লাড প্রেসার খুব কম ছিল । পেটে ইনফেকশন ছিল । আজ ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হয় ৷ তারপরই মৃত্যু হয় তার । খাদ্যনালীতে বড় ফুটো হয়ে গিয়েছিল । অনেক চেষ্টা করেও আমরা পারলাম না ।”অভিজিতের বাবা সদারু রায় বলেন, “মাধ্যমিকের দুটো পরীক্ষা ভালোই দিয়েছিল । তৃতীয় পরীক্ষার দিন ভোরবেলা থেকে অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয় । ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও নিয়ে আসা হয়েছিল ৷ তারপর ফের অসুস্থ হয়ে পড়েছিল ও ৷ আমরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাবার পর বেসরকারি নার্সিংহোমে ভর্তি করি। আজ ভোরে মারা যায় অভিজিৎ । অনেক চেষ্টা করেও ছেলেকে বাঁচাতে পারলাম না ।”
Hindustan TV Bangla Bengali News Portal