দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুভেন্দু অধিকারীর পর এবার হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হল বিধানসভায়। রাজ্য সরকারের প্রাপ্ত ‘স্কচ’ পুরস্কার নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই নোটিস আনেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রিভিলেজ কমিটির কাছে ইতিমধ্যে নোটিস জমা দিয়েছেন বলে খবর।বৃহস্পতিবার তার পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা ভট্টাচার্য নোটিস এনে দাবি করেন, হিরণ যে মন্তব্য করেছেন, তার সপক্ষে তাঁকে নথি জমা দিতে হবে। সেইমতো স্পিকার বিজেপির তারকা বিধায়ককে সতর্ক করেছেন বলে খবর। আগামী ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবারের মধ্যে তাঁকে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকারের একাধিক দপ্তর কাজের স্বীকৃতি হিসেবে অনেকগুলি ‘স্কচ’ পুরস্কার এসেছে রাজ্যের ঝুলিতে। ২০২২ সাল থেকে হিসেব করলে তা প্রায় ৪০টি। তবে সবকটি পুরস্কারই রাজ্য সরকার টাকার বিনিময়ে পেয়েছে বলে বিধানসভায় বুধবার অভিযোগ তোলেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।হিরণ বলেন, রাজ্যের একাধিক প্রকল্প ও দফতর ‘স্কচ’ পুরস্কার পেয়েছেন। মোটা টাকার বিনিময়ে এই পুরস্কার কিনেছে রাজ্য। এজন্য ১১ লক্ষ টাকা খরচ করেছে রাজ্য সরকার। হিরণ এই দাবি যখন করছেন তখন চেয়ারে ছিলেন ডেপুটি স্পিকার। তিনি হিরণকে বলেন, এই দাবির সমর্থনে তাঁকে নথি জমা দিতে হবে। বৃহস্পতিবার হিরণ সেই নথি জমা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমার আনা স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি হিরণকে মৌখিকভাবে ২৪ জানুয়ারির মধ্যে নোটিশের জবাব দিতে বলেছেন বলে জানা গিয়েছে। এই নিয়ে হিরণ বলেন, আমাকে মৌখিকভাবে লিখিত জবাব দিতে বলেছেন স্পিকার। কিন্তু লিখিত জবাব পেতে গেলে আমাকে লিখিতভাবে জানাতে হবে। আমার কাছে সব নথি রয়েছে। আমি যা বলেছি সব ক্যাগ রিপোর্টে রয়েছে। আমি সেই কথাই বলেছি।
