Breaking News

আরজি কর মামলায় বিনীত গোয়েলের মামলা থেকে সরে দাঁড়ান হাইকোর্টের প্রধান বিচারপতি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই মামলা থেকে সরে দাঁড়ান তিনি। এই মামলা কোন বেঞ্চে যাবে তা পরে জানাবেন প্রধান বিচারপতি।নতুন বেঞ্চে হবে পরবর্তী শুনানি।আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছিল। নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম প্রকাশ করায় তাঁর বিরুদ্ধে দায়ের হয় জনস্বার্থ মামলা। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলছিল। এবার সেই মামলা থেকেই সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। শেষ শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়, বিনীত গোয়েলের বিরুদ্ধে রাজ্যই ব্যবস্থা নিতে পারে। আরও জানানো হয়েছে, যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত, সেই রাজ্য সরকারই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে। বুধবার সেই মামলায় নতুন করে আবেদন করেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের আইনজীবী। এরপ৯র মামলাটির শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু শুনানি শুরুর আগেই প্রধান বিচারপতি জানিয়ে দেন ব্যক্তিগত কারণে এই মামলাটি শুনবেন না তিনি। কিন্তু কী কারণ তা জানাননি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এর ফলে মামলাটি অন্য কোনও বেঞ্চে যাওয়া কার্যত অবধারিত হয়ে গেল। তবে কোন বেঞ্চে মামলার শুনানি হবে তা এখনও ঠিক করেননি প্রধান বিচারপতি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *