দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে এবারের মাতৃভাষা দিবস উদযাপন শুরু করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশপ্রিয় পার্কে শ্রদ্ধা জানান প্রয়াত শিল্পীকে। সেখানে উপস্থিত ছিলেন প্রতুল মুখোপাধ্যায়ের সহধর্মিণী। প্রতিবার এই অনুষ্ঠান শুরু হত প্রতুল মুখোপাধ্যায়ের গান ‘আমি বাংলায় গান গাই’ দিয়ে।এরপর রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’ গেয়ে শুরু হয় অনুষ্ঠান। মঞ্চে প্রতুলবাবুর স্ত্রীকে আগলে নিজের পাশে বসালেন মুখ্যমন্ত্রী। সদ্য প্রিয়জন হারানো বৃদ্ধাকে জড়িয়ে রইলেন পরম মমতায়। এরপরই গাওয়া হল প্রতুল মুখোপাধ্যায়ের ‘বাংলায় গান গাই’।১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন প্রতুল বাবু। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শিল্পী। তারপর আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা আর হল না। মালটি অর্গান ফেইলিওরের পরে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় শিল্পীর।‘আমি বাংলায় গান গাই’-এর স্রষ্টার মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রীও। জানিয়েছিলেন, ভাষা দিবসের অনুষ্ঠান প্রতুল বাবুকে ছাড়া ভাবাও প্রায় অসম্ভব। তাই শিল্পীকে মনে রেখেই উদযাপিত হল বিশেষ দিন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ”আমার একটা কথাই মনে হল। প্রতুলদা তো চলে গেলেন, সঙ্গে আমি ‘বাংলায় গান গাই’ গানটাও নিয়ে চলে গেলেন। মৃত্যুর ৪৮ ঘণ্টা আগে আমি তাঁকে দেখে এসেছিলাম। উনি তার আগে কোনও সাড়া দিচ্ছিলেন না। আমি গেলাম আইটিইউ-তে। ডাকলাম, ‘প্রতুলদা, আমি মমতা।’ আমি বললাম, ‘আপনাকে তো গাইতে হবে, সুস্থ হতে হবে। উনি হাত দুটো প্রসারিত করে ইশারায় বোঝালেন, আর গাইতে পারবেন না।’
