প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। অতিরিক্ত চার্জশিটে নাম রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। চার্জশিট নাম রয়েছে বিজেপি নেতা অরুণ হাজরার। এছাড়াও চার্জশিট দেওয়া হয়েছে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের মামলায় গত মঙ্গলবার অন্তর্বর্তী জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ। তাঁর শারীরিক অবস্থা দেখে মানবিক কারণে তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আদালত। জামিনের শর্ত হিসাবে বাড়ি থেকে হাসপাতাল ছাড়া কোথাও যেতে পারবেন না সুজয়কৃষ্ণ। এমনকী বাড়িতে থাকলেও সিবিআই তাঁর ওপর নজরদারি চালাবে। কঠোর শর্তে জামিন হলেও দীর্ঘদিন পর বাড়িতে ফিরতে পেরে কিছুটা স্বস্তি পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হল না বেশিদিন। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে পুলিশ। চার্জশিটে কী ভাবে দুর্নীতির টাকা কাকুর কোম্পানিতে ঢুকেছে তা জানানো হয়েছে। এদিকে কালীঘাটের কাকুকে এই মামলায় প্রথমে গ্রেপ্তার করে ইডি। জেলে ছিলেন তিনি। তারপর একই মামলায় তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। আদালতে তদন্তকারী সংস্থা জানায় তারা কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। তবে সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা ভালো না থাকায় প্রক্রিয়া বারবার বাধাপ্রাপ্ত হয়। দীর্ঘ টানাপোড়নের পর সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা নেয় তারা। তারপরই ইডির মামলায় আগেই জামিন পাওয়া সুজয়কৃষ্ণ শর্তসাপেক্ষে সিবিআইয়ের মামলায় অন্তর্বতী জামিন পান। তিনি বর্তমানে অন্তবর্তী জামিনে থাকলেও স্বস্তি পেলেন না।
