Breaking News

ভ্যাটের আবর্জনা সরাতেই চোখে পড়ল রক্তমাখা খুলি! তীব্র চাঞ্চল্য সোদপুরে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সাত সকালে ভ্যাটের আবর্জনা সরাতেই দেখা গেল ভয়াবহ দৃশ্য। যে কর্মীরা ভ্যাটে মাটি খননের কাজ করছিলেন, তাঁরা রীতিমতো হতবাক। এমন দৃশ্য কখনও দেখেনি তারা। একটা আস্ত মাথার খুলি, তার গায়ে লেগে চাপ চাপ রক্ত। উত্তর ২৪ পরগনার সোদপুরে অমরাবতী মাঠের জমি থেকে উদ্ধার হল সেই রক্তমাখা মাথার খুলি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। কিন্তু কীভাবে জনবহুল এলাকায় খুলিটি এল? নেপথ্যে কে বা কারা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।উত্তর ২৪ পরগনার সোদপুরের অমরাবতী খেলার মাঠের পাশে রয়েছে আবর্জনার স্তূপ। শুক্রবার তার পাশেই মাটি খোঁড়ার কাজ চলছিল। সেই সময় শ্রমিকরা বোঝেন মাটির নিচে শক্ত কিছু একটা রয়েছে। এরপরই মেলে রক্তমাখা মানুষের মাথার খুলি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। খুলিটি উদ্ধার করে তাঁরা প্রয়োজনীয় পরীক্ষার জন্য পাঠিয়েছেন বলে খবর।এলাকার মানুষ এমন দৃশ্য দেখেননি আগে। সেটি পুরুষ নাকি মহিলার কার মাথার খুলি? কতদিন ধরে ওই জায়গায় চাপা পড়ে আছে? তা খতিয়ে দেখছে পুলিশ। পানিহাটি পুরসভার উপপ্রধান সুভাষ চক্রবর্তী বলেন, “আমি বিষয়টি জানতাম না। পুলিশ পুলিশের কাজ করছে। কীভাবে ঘটনাটি ঘটল, তা দেখা উচিত। সঠিক তদন্ত করে বের করতে হবে।” উল্লেখ্য, কয়েকদিন আগে দত্তপুকুরে উদ্ধার হয় এক ব্যক্তির কাটা মাথা। পরে উদ্ধার হয় দেহাংশ।পুলিশের তরফে জানানো হয়েছে, খুলিটি উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মাঠে মাথার খুলিটি এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *