দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পরীক্ষার পর দু’বার খোলা হয়েছে অনলাইন পোর্টাল, তারপরেও উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যালের নম্বর যুক্ত করেনি রাজ্যের একাধিক স্কুল। এই অবস্থায় স্কুলগুলিকে প্র্যাক্টিক্যাল নম্বর যুক্ত করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর এই সময়ের মধ্যে প্র্যাক্টিক্যাল নম্বর পোর্টালে তোলা না হলে স্কুলগুলিকে মোটা অঙ্কের জরিমানা করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে সংসদ।এদিন কড়া বার্তা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “গত বছর ডিসেম্বর থেকে এই নিয়ে তিনবার পোর্টাল খোলা হল। ডিসেম্বরের পর জানুয়ারিতেও পোর্টাল খোলা হয়েছিল। কিন্তু তাতেও অনেক স্কুল নম্বর যুক্ত করেনি। সাত দিনের মধ্যে যদি কোনও স্কুল জমা না দেয়, তা হলে জরিমানা দিতেই হবে।”শিক্ষা সংসদের এক আধিকারিক জানিয়েছেন, এই নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে পোর্টালটি খোলা হল তিনবার। এর মধ্যে পোর্টাল প্রথমবার খোলা হয়েছিল ডিসেম্বরে। এরপর জানুয়ারিতে খোলা হয়েছিল। কিন্তু, অনেক স্কুল রয়েছে যেগুলি উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যালের নম্বর যুক্ত করেনি। তাই এবার পরীক্ষার আগে স্কুলগুলিকে শেষবারের মতো ১০দিনের সুযোগ দেওয়া হল।
