প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামী বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন। ঠিক তার প্রাক্কালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই পোস্ট নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর গুঞ্জন। ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে কাকে বার্তা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ? উঠছে প্রশ্ন।ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের সাদা-কালো একটি ছবি পোস্ট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘হি হু উইশেস টু ফাইট মাস্ট ফার্স্ট কাউন্ট দ্য কস্ট।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “যিনি লড়াই করতে চাইবেন, তাঁকে আগে মূল্য চোকাতে হবে।” এই ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে কাকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।অন্যদিকে করোনা ভাইরাসের সময় অভিষেকের ‘ডায়মন্ডহারবার মডেল’ সাফল্য পেয়ে ছিল। এখন সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে ‘সেবাশ্রয়’ প্রকল্প চালু করেন তিনি। গত ২ জানুয়ারি ডায়মন্ডহারবারে ‘সেবাশ্রয়’ প্রকল্পের উদ্বোধন হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। এই কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভায় চলছে। এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ওষুধ, ইঞ্জেকশন, অস্ত্রোপচার করা হচ্ছে। সাংসদ নিজে এসে প্রত্যেক বিধানসভায় পরিদর্শন করছেন। মানুষের সঙ্গে কথা বলছেন। এভাবেই চলছে লাগাতার জনসংযোগ। সাধারণ মানুষের কাছে বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ‘সেবাশ্রয়’।ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলনের দিন ঘোষণার পর কালীঘাটে আলোচনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা এককথায় বেশ তাৎপর্যপূর্ণ। আর তারপরই ইনস্টাগ্রামে এমন পোস্ট। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কর্মী–সমর্থকদের বার্তা দিলেন অভিষেক বলে মনে করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal