দেবরীনা মণ্ডল সাহা :- জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের লেডিস হোস্টেলের সামনে দাঁড়িয়ে গোপনাঙ্গ দেখিয়ে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ। রকি মহম্মদ নামে বছর ২২ এর এক যুবককে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ |ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।ধৃত যুবক রকি মহম্মদ। জলপাইগুড়ির পাহাড়পুরের সাখের পাড়া গ্রামের বাসিন্দা। বছর বাইশের ওই যুবক আগেও চুরির ঘটনায় গ্রেপ্তার হয়। বেশ কিছুদিন জেলও খাটে। অভিযোগ, শনিবার দুপুরে জলপাইগুড়ি গর্ভনমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী হস্টেলের সামনে দাঁড়িয়ে অশালীন অঙ্গভঙ্গি করছিল। ছাত্রীরা নিরাপত্তাকর্মীদের খবর দেন। নিরাপত্তাকর্মীরা খবর পেয়ে দৌড়ে আসেন। বিপদ বুঝে পালিয়ে যায় যুবক। কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, “অত্যন্ত কুরুচিকর ঘটনা। পুলিশকে ঘটনার কথা জানানো হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ করে।”আইসি কোতোয়ালি সঞ্জয় দত্ত জানিয়েছেন খবর পেয়ে আমাদের টিম ছুটে যায়, তদন্ত শুরু করে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। ঘটনায় জলপাইগুড়ি জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী সৌম্য চক্রবর্তী জানিয়েছেন অত্যন্ত গর্হিত কাজ করেছে অভিযুক্ত। আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Hindustan TV Bangla Bengali News Portal