Breaking News

কলকাতার রাস্তায় জোড়া পথ দুর্ঘটনা!রবীন্দ্রসদন ও ওয়েলিংটনে বাসের ধাক্কায় মৃত্যু দুই মহিলার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সপ্তাহের প্রথমদিনেই কলকাতায় জোড়া দুর্ঘটনা। বাস দুর্ঘটনাতে মৃত্যু হল এক বৃদ্ধার। গুরুতর আহত হয়েছেন আরও এক মহিলা। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ভর্তি রয়েছেন হাসপাতালে। দুই দুর্ঘটনার জেরে একাধিক রাস্তার যানজটের পরিস্থিতি রয়েছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল ৭টা নাগাদ। ওয়েলিংটন স্কোয়ারে বেপরোয়া স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক পথচারী মহিলার। রাস্তা পার হওয়ার সময় সত্তরোর্ধ্ব প্রৌঢ়াকে ধক্কা মারে বাসটি। জানা গিয়েছে, প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ওই ৭৭ বছরের বৃদ্ধা। সেসময় দক্ষিণ কলকাতার বেসরকারি স্কুলের একটি বাস বেপরোয়া গতিতে বাঁদিকে মোড় ঘোরে।বৃদ্ধা রাস্তায় পড়ে যান ও তার উপর দিয়ে বাসের পেছনের চাকা চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। সঙ্গে সঙ্গে বাসটিকে পাকড়াও করার চেষ্টা করেন স্থানীয়রা। কিন্তু গতি বাড়িয়ে বাসটি চলে যায়।পরে পুলিশকে গোটা বিষয়টি জানানো হলে এন্টালি থেকে বাসটিকে আটক করে পুলিশ। চালককেও আটক করেছে বউবাজার থানার পুলিশ। বৃদ্ধার পরিবারের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে সকাল সাড়ে ৮টা নাগাদ এক্সাইড মোড়ে দুটি বাসের রেষারেষিতে মারা যান এক মহিলা। সকালে পিটিএস এর দিকে একটি সরকারি বাস ও একটি ২২২ নম্বর রুটের বেসরকারি বাস রেষারেষি করছিল। মহিলা রাস্তা পার হওয়ার সময় তাকে বেসরকারি বাসটি সজোরে এসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা।রক্তাক্ত অবস্থায় মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে কলকাতা পুলিশ। কাছেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। যদিও শেষরক্ষা হয়নি। মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইতিমধ্যেই বেসরকারি বাস ও বাস চালককে আটক করেছে পুলিশ। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছ পুলিশ। অফিসের ব্যস্ত সময়ে মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *