প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে, তাতে দু’জায়গায় নাম রয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার অব্যবহিত পরেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, তাঁর মক্কলের ‘ভাবমূর্তি নষ্ট’ করার চেষ্টা হচ্ছে। কিন্তু বুধবার অভিষেক নিজে কিছু বলেননি। তবে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের দলীয় সভায় বক্তৃতা করতে গিয়ে সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা নিয়ে মুখ খুললেন অভিষেক।বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় তিনি বলেন, বিজেপির মতো ইডি – সিবিআইও ভাববাচ্যে কথা বলছে দেখে ভালো লাগছে।এদিন অভিষেক বলেন, ‘কোনও খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। ২৮ পাতার চার্জশিটে ২ জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে কোনও পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্যে কথা বলত, ইডি সিবিআই এখন ভাববাচ্যে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে।’
এর পরই তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি সকাল – বিকেল কথা পাল্টাই না। ৫ বছর আগে ২০২০ সালে কোভিডের সময় বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনওরকম আদালতে সিবিআই বা ইডি যদি আদালতে কোনও তথ্য বা প্রমাণ দিতে পারে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনও ভুল হয়েছে, কোনও দুর্নীতি হয়েছে, কেউ ১০ পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না। ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি।’প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় বুধবার আদালতে ২৮ পাতার চার্জশিট জমা করেছে সিবিআই। তাতে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের কথোপকথনের উল্লেখ রয়েছে। সিবিআইয়ের দাবি, অডিওতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে। এই অডিও-র সত্যতা যাচাই করতে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
