প্রসেনজিৎ ধর :-চুরি করতে ঢুকেছিলেন বিদ্যুৎ দফতরের সাব স্টেশনের ভিতরে। আর সেখানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। মৃতদেহ অফিসের ভিতর থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের মুনশোবা মোড়ে সাব স্টেশনের ভেতরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু ওই মৃত ব্যক্তির পরিচয় রবিবার সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিদ্যুৎ দফতরের কর্মীরা জানাচ্ছেন, শনিবার রাত দুটো নাগাদ বেশ কয়েকজন বিদ্যুৎ সাব স্টেশনের আইসোলেটর চুরি করার জন্য ভিতরে ঢোকে। সেই সময় তাদের মধ্যে একজন বিদ্যুতের সংস্পর্শে চলে যান। তৎক্ষণাৎ ঝলসে যায় গোটা শরীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।আওয়াজ শুনে সেখানে কর্মরত কর্মীরা ছুটে গেলে বাকিরা পালিয়ে যায়। পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। রামপুরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal