দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পরকীয়া সম্পর্কের জের। এক মহিলার মাথায় হাতুড়ির বাড়ি মারলেন আরেক মহিলা। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার বেলায় এই রক্তারক্তি কাণ্ডে চাঞ্চল্য ছড়াল হাসপাতালের ভিতর। জখম ওই মহিলার প্রাথমিক চিকিৎসা হয়। তাঁর নাম প্রিয়াঙ্কা মজুমদার। জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন এক ব্যক্তি। স্বামীর এই কীর্তির কথা জেনে ফেলেছিলেন স্ত্রী। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদও ছিল। পরকীয়ার কারণে স্বামী তাঁর সঙ্গে কথাও বন্ধ করে দিয়েছেন। এমনই দাবি করেছেন আক্রান্ত মহিলা। সোমবার তিনি কোনও কাজ নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে হাসপাতালে গিয়েছিলেন। সেখানে স্বামী ও অপর মহিলাকে দেখে ফেলেন স্ত্রী।বিষয়টি নিয়ে কথা বলতে চান। যদিও স্বামী ও ওই মহিলা তাঁর সঙ্গে কোনও কথাই বলতে চাননি। অপর মহিলাকে পাশে হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করেন প্রিয়াঙ্কা। সেসময় ওই মহিলা তাঁকে আক্রমণ করে বসেন। সঙ্গে থাকা ব্যাগ থেকে হাতুড়ি বার করে সজোরে মাথায় আঘাত করা হয় প্রিয়াঙ্কার । মুহূর্তে মাথা ফেটে রক্তপাতের ঘটনা।প্রিয়াঙ্কার নামের ওই মহিলার স্বামী মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভ (এমআর)। কাজের জন্যই তিনি কলকাতা মেডিক্যালে এসেছিলেন সোমবার সকালে। তাঁর পিছু পিছু সেখানে আসেন প্রিয়াঙ্কা।অভিযোগ,যিনি তাঁর ওপর হামলা করেছেন সেই তরুণী নিজেও বিবাহিত এবং সন্তান রয়েছে। এদিকে তাঁর সঙ্গেই তাঁর স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তাঁদের সম্পর্কের প্রমাণও নাকি রয়েছে তাঁর কাছে। প্রিয়াঙ্কার কথায়, ”আমি দুজনকে হাতেনাতে ধরেছিলাম। সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে তাঁদের সঙ্গে শুধু কথা বলতে এসেছিলাম। কিন্তু তাঁরা আমার সঙ্গে কথা বলতে চায়নি। এরপর আমি যখন ওই তরুণীকে বাইরে ডেকে কথা বলতে চাই, তখন সে আমাকে গালিগালাজ করে এবং হঠাৎ করে হাতুড়ি দিয়ে আঘাত করে।”হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এংব অভিযোগের ভিত্তিতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আশ্বাস দিয়েছে। এদিকে, হামলার কারণে গুরুতর জখম হওয়ার পর হাসপাতালের ইএনটি বিভাগে প্রিয়াঙ্কার চিকিৎসা করা হয়।
Hindustan TV Bangla Bengali News Portal