নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- সোমবার ভরদুপুরে সোদপুর স্টেশনে নাবালিকার শ্লীলতাহানি করার ঘটনা ঘটে গিয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। প্রকাশ্যে এমন অশ্লীল কাজ করার ঘটনা নিয়ে আতঙ্কিত ওই নাবালিকা। কারণ সুলভ শৌচাগারে ঢুকে ওই নাবালিকার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠল। আর তার জেরে সংশ্লিষ্ট অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর করেছেন স্থানীয় বাসিন্দারা। তারপর পুলিশে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে খড়দহ থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাদার সঙ্গে ১৭ বছরের নাবালিকা ফতুল্লাপুর থেকে আসছিলেন। গন্তব্য ছিল ভিনরাজ্য রাজস্থান। সোদপুর স্টেশনের কাছে অসুস্থবোধ করায় তার দাদা ট্রেন থেকে নেমে বোনকে স্নান করাতে নিয়ে যায়। সুলভ শৌচাগারে গিয়ে বোনকে স্নান করায়। তারপর সেই শৌচালয়েই বোনের কাছে নিজের পোশাক দিয়ে স্নান করতে ঢুকেছিল দাদা। আর তখনই শৌচাগারে ঢুকে অভিযুক্ত যুবক হাত চেপে ধরে। দাবি, গোপনাঙ্গে স্পর্শ করে। শ্লীলতাহানি করে বলে অভিযোগ।এই ঘটনায় উত্তেজনা চরমে ওঠে। চিৎকার শুনে নাবালিকার দাদা ভিতরে গিয়ে দেখেন ওই যুবক অশ্লীল আচরণ করছে। তখন তাকে বেধড়ক মারধর করেন। আর এলাকার মানুষজন ঢেকে ওই যুবককে বেদম প্রহার করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিকে ভরদুপুরে সোদপুর স্টেশনের মতো জলবহুল এলাকায় শ্লীলতাহানির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
