প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নেমেছে বাম ছাত্র যুবরা। যাদবপুরে শুরু হয়েছে মিছিল।আর সেই মিছিলে তাৎপর্যপূর্ণভাবে যোগ দিয়েছেন অভয়া মঞ্চের চিকিৎসকরা। তাঁদের দাবি, একদিন আরজিকরের চিকিৎসকও অব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তাঁকে খুন করা হয়েছে। আমরা বাংলার সাধারণ মানুষ দেখতে পাচ্ছি, শিক্ষামন্ত্রীর গাড়ি নীচে পিষে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ছাত্রকে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পিষে মারার চেষ্টা করা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে পথে থাকব। চুপচাপ বসে থাকতে পারি না। অন্যদিকে কলকাতার কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ‘লাল সন্ত্রাস’ মুক্ত করার দাবিতে পথে নেমেছে বিজেপির যুবমোর্চা। মিছিল, পালটা মিছিলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা কার্যত অবরুদ্ধ। ব্যাপক সমস্যায় নিত্যযাত্রীরা।এসএফআই নেতৃত্ব জানিয়েছে, ব্রাত্য বসুকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার ডাক দেওয়া হয়েছে। কোনও হামলা হুমকির সামনে এসএফআই মাথা ঝোঁকায়নি। কালও চলবে আন্দোলন। এই আন্দোলন থামবে না। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেকারণে সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। কোথাও মাইক ব্যবহার করা হচ্ছে না। তাদের কোনও সমস্যা হবে না।
এদিকে যাদবপুরে বাম ছাত্র যুবদের মিছিলে অংশ নেন বহু প্রাক্তনী। শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে এক ছাত্রকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। সেই ছাত্র ইন্দ্রানুজ রায় বর্তমানে কেপিসি হাসপাতালে ভর্তি। সেই ঘটনার প্রতিবাদে এবার শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সরব বাম ছাত্র যুব সংগঠন। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ মিছিল। এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে বলে জানানো হয়েছে বাম ছাত্র যুব সংগঠনের তরফে।
