Breaking News

ভুয়ো নথিতে সিম অ্যাক্টিভেট করে চড়া দামে বিক্রি করত শুভেন্দু!তিলজলা থেকে প্রচুর সিমকার্ড, নগদ-সহ গ্রেফতার ২

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভুয়ো সিম কাণ্ডে এবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। সোমবারই এই ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১২০০ প্রি অ্যাক্টিভেটেড সিম। মোটা টাকা বিনিময়ে এই সিম প্রতারকদের কাছে বিক্রি করা হত বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।একের পর এক অভিযান চালিয়ে এই জাল সিমকার্ড চক্রের দুজনকে পাকড়াও করেছে পুলিশ। তাদের নাম শুভেন্দু গায়েন ও জিতেন্দ্র আগরওয়াল। তিলজলার এক ঠিকানায় শুভেন্দুর গ্রেপ্তারির পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে সিমকার্ড, কোনওটা সক্রিয় আবার কোনওটা একেবারেই নতুন। উদ্ধার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মোবাইল ফোন এবং প্রায় ২ লক্ষ টাকা নগদ। আজ তাদের আদালতে পেশ |রাজ্যে সাইবার প্রতারণার তদন্তে নেমে ভুয়ো সিম চক্রের সন্ধান পায় পুলিশ। জানা যায়, ফাঁক তালে সাধারণ মানুষের নথি জোগাড় করে তাদের দিয়ে সিম অ্যাক্টিভেট করিয়ে নেয় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। তার পর সেই সিম প্রতারকদের চড়া দামে বিক্রি করে তারা। এই অপরাধের তদন্তে নেমে গত মাসে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার কলকাতার তিলজলায় তল্লাশি চালান তদন্তকারীরা। সেখানে পিকনিক গার্ডেন রোড থেকে শুভেন্দু গায়েন নামে এক ব্যক্তির দোকানে হানা দেন তাঁরা। ওই ব্যক্তির হেফাজত থেকে ১২৭৮টি প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে উদ্ধার হয়েছে ৩টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ও নগদ প্রায় ২ লক্ষ টাকা।শুভেন্দু গায়েনকে জেরা করে জিতেন্দ্র আগরওয়াল নামে এক ব্যক্তির খোঁজ পান তদন্তকারীরা। জানতে পারেন শুভেন্দুর কাছ থেকে চড়া দামে প্রি অ্যাক্টিভেটেড সিম কিনতেন এই ব্যক্তি। রাতে ফাঁদ পেতে তাকেও গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ৫২টি সিমকার্ড, ২টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে সিম জালিয়াতিকাণ্ডে ১০ জনকে গ্রেফতার করলেন তদন্তকারীরা।এদের জেরা করে জাল সিমকার্ড চক্র সম্পর্কে আরও বড়সড় কোনও খবর মিলতে পারে বলে আশা তদন্তকারীদের। তাই তাদের নিজেদের হেফাজতে চায় পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *