Breaking News

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের করা মামলায় আইনজীবী বদল, সঞ্জয় বসুর পরিবর্তে সওয়াল করবেন কে?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দায়ের করা মামলায় আইনজীবী বদল। আইনজীবী সঞ্জয় বসুর বদলে মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়বেন বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে এমনটাই জানিয়েছে ফক্স অ্যান্ড মণ্ডল সলিসিটার সংস্থা। এদিন কল্যাণ এজলাসে উপস্থিতও ছিলেন। তবে মামলার শুনানি হয়নি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সঙ্গেই বাংলায় দু’টি আসনে বিধানসভা উপনির্বাচন হয়েছিল। ওই দুটি আসন হল— বরাহনগর এবং ভগবানগোলা। ওখান থেকে জেতেন যথাক্রমে তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। শপথ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তাতে রাজ্যপালের সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার এবং কুণাল ঘোষ। ওই চারজনের বিরুদ্ধেই মামলা করেছিলেন রাজ্যপাল। সূত্রের খবর, রাজভবন পৃথক একটি হলফনামা দেয় আদালতে। আর এই মামলায় আইনজীবী বদলের পথে হাঁটলেন বাংলার মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *