প্রসেনজিৎ ধর :-পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় উদীয়মান নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্ট তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। এবার এই মৃত্যুর ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করতে চান সুতন্দ্রার মা। আজ, বুধবার মায়ের আইনজীবী মামলা দায়ের করার আবেদন জানান। একইসঙ্গে এই মামলার দ্রুত শুনানির জন্যও আর্জি জানান। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বুধবার তরুণীর মায়ের আইনজীবীকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। ইভটিজিংয়ের ঘটনা ঘটেনি বলে মায়ের অভিযোগ খারিজ করেছিল পুলিশ। কিন্তু পুলিশের এই দাবি মানতে নারাজ মা তনুশ্রী চট্টোপাধ্যায় |হাই কোর্টে সুতন্দ্রার মায়ের বক্তব্য, খুন করা হয়েছে তাঁর মেয়েকে। ‘ইভটিজিং’-এর শিকার হয়েছিলেন তাঁর মেয়ে। তিনি দাবি করেন, সাদা গাড়ির চালক মত্ত অবস্থায় গাড়ি চালিয়েছিলেন। তার জেরে মৃত্যু হয়েছে মেয়ের। পাশাপাশি পুলিশের তদন্তে অনাস্থা জানিয়েছেন তিনি। আদালতে তনুশ্রীর আবেদন, কী ভাবে দুর্ঘটনা হল, সুতন্দ্রার মৃত্যুর কী ভাবে হয়েছে, তা নিয়ে সঠিক ভাবে তদন্ত হোক।বস্তুত, গত ২৪ ফেব্রুয়ারি ২৭ বছরের সুতন্দ্রার মৃত্যুর পরে প্রাথমিক ভাবে অভিযোগ ওঠে, কয়েক জন মত্ত যুবক একটি সাদা গাড়ি করে এসে সুতন্দ্রাদের নীল গাড়িটিকে বার বার ধাক্কা মারেন। তার ফলে উল্টে যায় সুতন্দ্রাদের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এমন দাবি করেছিলেন ঘটনার সময় সুতন্দ্রার গাড়িতে থাকা সহকর্মীরা এবং গাড়িচালক। কিন্তু দিন কয়েক পরেই নিজের বয়ান বদলান গাড়িচালক। তিনি বলেন, ‘দিদির কথাতেই’ ১০০ কিলোমিটার বেগে গাড়ি ছুটিয়েছিলেন। তাতেই দুর্ঘটনা হয়েছে। তার পরেই থানায় অভিযোগ করেন সুতন্দ্রা মা। তাঁর দাবি, মেয়ের মৃত্যুর নেপথ্যে রহস্য রয়েছে। নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পনা করে খুন করা হয়েছে সুতন্দ্রাকে।
Hindustan TV Bangla Bengali News Portal