Breaking News

উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল ৯ জন পড়ুয়ার, শিক্ষকদের মারধর কাণ্ডে ঘোষণা সংসদ সভাপতির! শোকজ ২ প্রধান শিক্ষক

প্রসেনজিৎ ধর :-মালদহে স্কুলের শিক্ষকদের মারধরের ঘটনায় ৯ কীর্তিমান পড়ুয়াকে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক সংসদ। তাদের সকলের পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি দুই স্কুলের প্রধান শিক্ষককে শোকজও করা হচ্ছে। বৃহস্পতিবার এমনটাই জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষাসংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য।উচ্চমাধ্যমিক পরীক্ষা এখনও চলছে। ৩ তারিখ শুরু হয়েছে। শেষ হবে ১৮ তারিখ। এই আবহে এমন কঠিন পদক্ষেপ করার জেরে চাপে পড়ে গেল ওই পড়ুয়ারা। একবছর নষ্ট হতে চলেছে তাদের। আজ উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার সার্কিটের বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেন চিরঞ্জিত ভট্টাচার্য। আর সেখানেই সাংবাদিক সম্মেলন করে কড়া শাস্তির কথা জানিয়ে দেন তিনি। এই খবর এখন চাউর হয়ে গিয়েছে। অভিযুক্ত ওই পড়ুয়াদের সঙ্গে দুই স্কুলকেও কড়া শাস্তির মুখে পড়তে হচ্ছে। আজ চিরঞ্জিত ভট্টাচার্য বলেন, ‘‌মালদার কালিয়াচক ৩ ব্লকের চামাগ্রাম হাইস্কুলে শিক্ষকদের মারধরের ঘটনায় জড়িত কামরিটোলা হাই মাদ্রাসার ৯ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।’‌এই পড়ুয়াদের শাস্তির সঙ্গে দুই স্কুলের প্রধানশিক্ষককে শোকজ করা হয়েছে। অন্যান্য পড়ুয়ারা পরীক্ষা দিতে পারবে। কোনও অসুবিধা হবে না বলে জানান উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। চিরঞ্জিত ভট্টাচার্যের বক্তব্য, ‘‌বাকি পরীক্ষার্থী যারা যদি দেখা যায়, তাদের মধ্যে আরও কেউ শিক্ষকদের মারধরের ঘটনায় যুক্ত সেক্ষেত্রে তাদেরও পরীক্ষা বাতিল করা হবে। আর এই ঘটনার প্রেক্ষিতে পরীক্ষার শেষদিনে পড়ুয়ারা যদি পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করে তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে স্কুলকে। স্কুলের প্রধান শিক্ষককে ডেকে পাঠিয়ে ক্ষয়ক্ষতির হিসেব তুলে দেওয়া হবে। স্কুল থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *