দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার আরও একজনের জামিন। বিশেষ শর্তসাপেক্ষে সিবিআইয়ের মামলায় হুগলির অয়ন শীলের জামিন মঞ্জুর করল সিবিআইয়ের বিশেষ আদালত। আগেই ইডির মামলায় জামিন মিলেছিল। এবার সিবিআইয়ের মামলায় জামিন হলেও এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না। পুরনিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়ন শীল। সেই কারণে তাঁকে এখনও জেলে থাকতে হবে। শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতির যে কটি মামলা ছিল তাঁর বিরুদ্ধে, তার মধ্যে অধিকাংশতেই জামিন মিলেছে।তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। এর পাশাপাশি একাধিক শর্ত মানতে হবে অয়ন শীলকে।
গত বছরের মার্চ মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অয়ন শীল। এই মামলায় অন্যতম অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তিনি। গ্রেফতারির আগে অয়নের বাড়ি, ফ্ল্যাট এবং অফিসে তল্লাশি অভিযান চালিয়ে দুর্নীতি সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার মধ্যে ছিল অনেক ওএমআর শিটের জেরক্স কপিও। সেই ইডির মামলায় সোমবার জামিন পেলেন তিনি। শিক্ষা দু্র্নীতি মামলায় ইডি ও সিবিআই তদন্তে নামার পর ২০২৩ সালের মার্চ মাসে হুগলির অয়ন শীলকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগে উত্তরপত্র কারচুপির অভিযোগে নাম উঠেছিল তাঁর। হুগলিতে বসেই ওএমআর শিটে অয়ন শীল কারচুপি করেছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁকে গ্রেপ্তারির পর অনেক তথ্য হাতে আসে তদন্তকারীদের। এই মামলার জট ছাড়াতে অয়ন শীল যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল সিবিআই, ইডি। তাঁকে জেরা করে আরও কয়েকজনের নাম উঠে আসে।তবে ২০২৪ সালের ডিসেম্বরে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট। পাসপোর্ট জমা, মোবাইল নম্বর দেওয়া, তদন্তে কেন্দ্রীয় সংস্থাকে সহযোগিতা-সহ একাধিক শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর হয়েছিল। তবে মাথার উপর সিবিআইয়ের মামলা থাকায় জেলবন্দিই ছিলেন তিনি। এবার শুক্রবার, ৭ মার্চ সেই মামলাতেও জামিন দিল বিশেষ সিবিআই আদালত।
Hindustan TV Bangla Bengali News Portal