দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ভোটার তালিকার ‘ভূত’ তাড়াতে বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবনে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর পৌরোহিত্যে সেই বৈঠকেই প্রত্যেকটি জেলার জন্য পৃথক পৃথক কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। কিন্তু রাত পার হওয়ার আগেই তাতে স্থগিতাদেশ জারি হয়ে গিয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। কিন্তু সূত্রের খবর, রাতেই সেই কোর কমিটির কাজ স্থগিত করে দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ই।গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বস্তরের নেতা, কর্মী, জনপ্রতিনিধিকে নিয়ে মেগা বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিরা। বৈঠকে ভুয়ো ভোটার নিয়ে সকলকে সতর্ক করা হয়েছিল। ভিন রাজ্যের ভোটারদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় রয়েছে বলে অভিযোগ করা হয়। দলের জেলা সভাপতি, বিধায়কদের নির্দেশ দেওয়া হয়, তালিকা স্ক্রুটিনির কাজে নামতে হবে। এর সাতদিনের মাথায় ৬ মার্চ ওই কমিটির বৈঠক হয় তৃণমূল ভবনে। অন্য কাজে ব্যস্ত থাকায় সুব্রত বক্সির নেতৃত্বে সেই বৈঠকে থাকতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী ১৫ মার্চ এই কমিটিকে ভার্চুয়াল বৈঠকে ডেকেছেন। কৌতূহলের বিষয় হল, কী এমন ঘটল যে কয়েক ঘণ্টার মধ্যে কোর কমিটি গঠনে স্থগিতাদেশ জারি করতে হল? তৃণমূলের একটি সূত্রের খবর, যে কায়দায় কোর কমিটি গঠন করা হয়েছে, তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়নি। গোটা প্রক্রিয়া সম্পর্কে দলের সর্বময় নেত্রী ওয়াকিবহাল ছিলেন না। সে কারণেই আপাতত দুপুরের তৈরি করা কোর কমিটিতে স্থগিতাদেশ জারি করতে হয়েছে।এ প্রসঙ্গে তৃণমূলের এক প্রবীণ নেতার বক্তব্য, ‘‘এ থেকেই বোঝা যাচ্ছে ভোটার তালিকা সংক্রান্ত কাজের বিষয়টিকে দল তথা দিদি কতটা গুরুত্ব দিতে চাইছেন।’’ তাঁর বক্তব্য, অনেক সাংসদ এবং বিধায়ক আছেন, যাঁদের অধিবেশনের চেয়ে সাংঠনিক এই কাজে মনোনিবেশ করা জরুরি। আবার অনেকে আছেন, যাঁদের অধিবেশনে থাকা জরুরি। সেই সূচকেই কোর কমিটির পুনর্গঠন হবে।
Hindustan TV Bangla Bengali News Portal