প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুর কাণ্ডে দায় কার? মামলা গড়িয়েছে হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য়, ‘মন্ত্রীকে নিরাপত্তা দেওয়া হয়নি। যাদবপুর কাণ্ডে রাজ্যের গাফিলতি দেখছি। আমি এজিকে বলেছি,সম্পূর্ণ ব্যর্থ’।রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ| কেন সেদিন একজন ক্যাবিনেট মন্ত্রীর কাছে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী সঙ্গে ছিলেন না? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রশ্ন তোলেন,কেন গোয়েন্দা রিপোর্ট আগেভাগে পুলিশ পেল না। মন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। এমনই একাধিক বিষয় নিয়ে কথোপকথনের মধ্যেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আইনজীবী কল্যাণ।আক্ষেপের সুরে কল্যাণ জানান, তিনি আর বিচারপতির তীর্থঙ্কর ঘোষের এজলাসে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কোনও মামলায় অংশগ্রহণ করবেন না। কল্যাণ বিচারপতিকে বোঝানোর চেষ্টা করে বলেন, “অনেক ক্ষেত্রে নিরাপত্তা কর্মী সঙ্গে করে নিয়ে যাওয়া সম্ভব হয় না। কোনও রাজনৈতিক সভা বা দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক হলে সেখানেও ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সঙ্গে করে নিয়ে যাওয়া যায় না।” বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে জানান, সব জায়গায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে যাওয়া সম্ভব নয়। কোনও রাজনৈতিক সভা বা দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে যান না বলেও জানান। তাঁদের কথার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে আইনজীবীদের বৈঠকে তিনি নিরাপত্তারক্ষী নিয়ে যেতে পারেন না বলেও উল্লেখ করেন। ঠিক সেভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় শিক্ষামন্ত্রীর নিরাপত্তারক্ষী না নিয়ে যাওয়া স্বাভাবিক বলেই দাবি করেন কল্যাণ। তবে এই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের শিক্ষামন্ত্রী নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal