Breaking News

তিনতলা থেকে ধাক্কা,নারী দিবসেই মেয়েকে খুনের চেষ্টায় অভিযুক্ত বাবা, মারাত্মক ঘটনা কলকাতায়!গ্রেফতার অভিযুক্ত বাবা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আর এই দিনই কলকাতায় ঘটল মর্মান্তিক ঘটনা। নিজের মেয়েকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। কারণ বাড়ির তিনতলার বারান্দা থেকে ধাক্কা মেরে ১৫ বছর বয়সের মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তার বাবার বিরুদ্ধে। অভিযুক্তকে যদিও গ্রেফতার করেছে পুলিশ। আজ, শনিবার দুপুরে আনন্দপুরের ফ্ল্যাটের নীচ থেকে ওই কিশোরীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় এমআর বাঙুর হাসপাতালে। খবর দেওয়া হয় পুলিশে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মেয়েটি তিনতলার ফ্ল্যাট থেকে পড়ে গিয়েছে। প্রতিবেশীরা অভিযোগ করেন, কিশোরীর বাবাই মেয়েকে খুনের উদ্দেশে ধাক্কা দিয়েছেন। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার দুপুরে যাদবপুর থানা এলাকার আনন্দপল্লিতে এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, এদিন দুপুরের কিছু পরে যাদবপুর থানায় একটি ফোন আসে। বলা হয়, এক ব্যক্তি একজন নাবালিকাকে তিন তলার বারান্দা থেকে ঠেলে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। তাঁকে পাঠানো হয় এম আর বাঙ্গুর হাসপাতালে।স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তির নাম চিন্ময় গোপ। তাঁর প্রতিবেশীরাই পুলিশে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে। সেই প্রেক্ষিতেই মেয়ের খুনের চেষ্টার দায়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। কিন্তু কেন তিনি এই ঘটনা ঘটালেন তা স্পষ্ট নয় পুলিশের কাছে। প্রতিবেশীরাও সেভাবে কিছু বলতে পারছেন না। এদিকে অনেকে মনে করছেন এটি দুর্ঘটনা হতে পারে। মেয়েটি হয়তো ব্যালকনি থেকে অসাবধানতাবশতঃ পড়ে গেছিল আর সেই সময়ে উপস্থিত ছিলেন বাবা। যদিও কোনও কিছুরই পোক্ত প্রমাণ এখনও পায়নি পুলিশ। তদন্ত চলছে। পুলিশি জেরায় কী উঠে আসে, এখন সেটাই দেখার।অভিযুক্ত ব্যক্তির নাম চিন্ময় গোপ। তাকে ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *