প্রসেনজিৎ ধর :- দম্পতির গলা কাটা মৃতদেহ উদ্ধার করল আসানসোলের কুলটির থানার পুলিস। শনিবার সকালে স্থানীয় আলডি গ্রামের ঘটনা। আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিস জানতে পেরেছে, অত্যধিক ধার দেনা হয়ে যাওয়াই দম্পতি আত্মহত্যা করেছে।আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে বাজারে প্রচুর ঋণ হয়ে যাওয়াতেই ওই দম্পতি আত্মহত্যা করেছে। এই ঘটনায় প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, প্রথমে ধারালো কোনও অস্ত্র দিয়ে নিজেদের গলা কেটে আত্মহত্যা করতে গিয়েছিলেন তাঁরা। তাতে স্ত্রী মারা গেলেও স্বামী নিজের গলা কাটতে পারেননি। তখন সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এদিকে ট্যাংরা কাণ্ডের ছায়া দেখছেন অনেকে এই ঘটনায়। গলার নলি কেটে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে দেহ। আজ সকালে বাবা–মায়ের ঘরের দরজা খুলেই চমকে গেল তিন মেয়ে। মায়ের দেহ মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর বাবার ঝুলন্ত দেহ দেখা যাচ্ছে। আজ, শনিবার সকালে এই ঘটনায় শিউরে উঠেছেন আসানসোলে কুলটির আলডি গ্রামের বাসিন্দারা। পুলিশের অনুমান, নিজের স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। তবে কেন এমন ঘটনা ঘটল? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আর এই ঘটনায় হতবাক তাঁদের সন্তানরা। কসবার হালতুতেও কদিন আগে এমন ঘটনা ঘটেছিল বলে চর্চা করছেন গ্রামবাসীরা।
Hindustan TV Bangla Bengali News Portal