নিজস্ব সংবাদদাতা :- ভর সন্ধ্যায় বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে প্রকাশ্যে শুট আউটের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো। গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা সহ দুইজন। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম বিকাশ সিং ও অপরজন সন্তু সাউ। স্থানীয় সূত্রে জানা গেছে,কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকার একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন তৃনমূল কর্মী বিকাশ। আচমকাই হেলমেট পরে বাইকে চেপে তিন দুষ্কৃতী এসে বিকাশকে লক্ষ্য করে গুলি চালায়। তৃণমূল কর্মীর কোমরে গুলি লাগে। সেই সময় দৌড়ে পালাতে গেলে সন্তূ সাউ নামের এক যুবকে লক্ষ্য করেও গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর তারা আগরপাড়ার দিকে পালিয়ে যায়। দুজনকেই ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তৃনমূল কর্মী বিকাশকে কোলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। জনবহুল এলাকায় গুলি প্রকাশ্যে গুলি চলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। তবে কি কারণে দুষ্কৃতীরা তৃণমূল কর্মী বিকাশকে লক্ষ্য করে গুলি চালালো তা এখনও স্পষ্ট নয়। যদিও জখম বিকাশের অবস্থা আশঙ্কাজনক।এদিকে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় ফের গুলি চালানোর ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়েছে। তবে রাজনৈতিক কারণে নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে |
Hindustan TV Bangla Bengali News Portal