দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা চালানো এবং অধ্যাপকদের উপর ছাত্রদের চড়াও হওয়ার জেরে অনেকেই আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে একজন হলেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। যাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল। আজ, রবিবার উপাচার্য ভাস্কর গুপ্ত হাসপাতাল থেকে ছাড়া পেলেন। এই হাসপাতালে থাকাকালীন বৈঠক হয়েছে রাজভবনে। রাজ্যপাল তথা আচার্য সেদিন সব উপাচার্যদের নিয়ে বৈঠক করেন। কিন্তু অসুস্থ থাকার জন্য তিনি ভার্চুয়ালি যোগ দিতে পারেননি। এখন চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভাস্করের রক্তচাপ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। মাথা ঘোরা এবং ভারসাম্য হারিয়ে ফেলার সমস্যার জন্য ফিজিওথেরাপিও শুরু হয় তাঁর। চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান, ‘‘ওঁর অবস্থা এখন তুলনামূলক ভাল। রক্তচাপের যে হেরফের হচ্ছিল সেটা এখন আপাতত আর নেই। তাই ছেড়ে দেওয়া হল।”অসুস্থ থাকাকালীন আন্দোলনকারী ছাত্ররা উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ওই দেখা আসলে নিতান্তই সৌজন্য। হাসপাতালে চিকিৎসার পর এখন উপাচার্য কেমন আছেন? এই বিষয়ে তাঁর স্ত্রী কেয়া গুপ্ত বলেন, ‘আজ তো সবে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাচ্ছি। এভাবে ভাল কি থাকা যায়! বলুন তো। বাড়িতে বিশ্রামে থাকবে। ১৫ দিন বেড রেস্ট করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশ্ববিদ্যালয়ে যাওয়া এখন সম্ভব নয়।’ ইতিমধ্যেই সৃজন ভট্টাচার্য, ইদ্রানুস রায়, ওমপ্রকাশ মিশ্র এবং শিক্ষামন্ত্রীর গাড়ির চালককে ডিজ্ঞাসাবাদ করল পুলিশ। আরও কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে সূত্রের খবর।
Hindustan TV Bangla Bengali News Portal