Breaking News

‘কেন্দ্রীয় বাহিনী পাঠান, নিষিদ্ধ করুন ওদের,’যাদবপুরে শান্তি ফেরাতে বিশেষ দাওয়াই শুভেন্দু অধিকারীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার জন্য দায়ী একমাত্র সিপিএম এবং তৃণমূল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বামপন্থী ছাত্রদের বিক্ষোভ ও পরবর্তী অস্থিরতার প্রতিবাদে পথে নেমে এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী |এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ১ মার্চ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। প্রতিবাদ ও প্রশাসনিক অচলাবস্থার জেরে। ভারতীয় জনতা যুব মোর্চা ও বিজেপির উদ্যোগে আমি আজ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছি। প্রিন্স আনোয়ার শাহ রোডের নবীনা সিনেমা হলের কাছ থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল। শিক্ষা প্রতিষ্ঠানে যে নৈরাজ্য় চলছে তার বিরুদ্ধে এই কর্মসূচি। তিনি লিখেছেন, আমি রাজ্যপালের কাছে আর্জি জানাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন ক্যাম্পাসে অস্থির পরিস্থিতির জেরে। কারণ রাজ্য সরকার ক্যাম্পাসে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ।কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শর্তসাপেক্ষে রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার নবীনা সিনেমা হলের সামনে থেকে যাদবপুর থানার ১০০ মিটার আগে পর্যন্ত মিছিল করেন বিজেপি নেতা কর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা। সঙ্গে ছিলেন কৌস্তভ বাগচি, ইন্দ্রনীল খাঁ-র মতো একাধিক প্রথমসারির নেতা। এদিনের মিছিল থেকে শুভেন্দু বাম ও তৃণমূলকে নিশানা করে পরিষ্কার জানিয়ে দেন, যাদবপুর ইস্যু থেকে এক পা সরে আসবে না বিজেপি। সাফ বলেন, “আমরা শুধু আজ কর্মসূচি নিচ্ছি এমনটা নয়। ১৬ (ফেব্রুয়ারি) তারিখে আমরা যাদবপুরে নাগরিক কনভেনশন করব। উচ্চমাধ্যমিক শেষ হলে বাইরে আমরা কাজ করব। মাকুদের রাষ্ট্রবিরোধী শক্তিকে উপরে ফেলার কাজ করবে ভারতীয় জনতা পার্টি। এখানে পড়াশুনোর সুস্থ পরিবেশ ফেরাতে হবে।” এছাড়াও মিছিল থেকে মার্ক্সবাদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াই করার ডাক দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *