Breaking News

নজিরবিহীন ঘটনা!বিচারক হেনস্থা মামলায় হাইকোর্টের কোপে ২১ আইনজীবী,জারি আদালত অবমাননার রুল

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিচারক হেনস্থা মামলায় হাইকোর্টের কোপে বসিরহাট আদালতের সরকারি কৌঁসুলি-সহ ২১ জন আইনজীবী। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় আদালত অবমাননার নিয়ম ইস্যু করে পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বার রাশিদির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতের নির্দেশ থাকলেও কেন সরকারি আইনজীবী একটি পকসো মামলায় নিম্ন আদালতে সওয়াল পর্বে অংশগ্রহণ করেনি। ফলে পকসো মামলায় নির্যাতিত শিশু উপযুক্ত বিচারপ্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছে। আইনজীবীদের বিরুদ্ধে কোন পদ্ধতিতে আদালত অবমাননার ব্যবস্থা গ্রহণ করা হবে, সে বিষয়ে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টই। সোমবার জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহ: শব্বার রশিদি’র ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতের নির্দেশ থাকলেও কেন সরকারি আইনজীবী একটি পকসো মামলায় নিম্ন আদালতে সওয়াল পর্বে অংশগ্রহণ করেননি। ফলত পকসো মামলায় নির্যাতিত শিশু উপযুক্ত বিচারপ্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছে। আইনজীবীদের বিরুদ্ধে কোন পদ্ধতিতে আদালত অবমাননার ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়ে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট।বসিরহাট আদালতে অতিরিক্ত জেলা বিচারককে হেনস্থা করা হয়। তারই প্রেক্ষিতে জেলা বিচারকের মাধ্যমে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানান ওই অতিরিক্ত জেলা বিচারক। ঘটনাটি নিয়ে মামলার শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। ঘটনার ভিডিওগ্রাফি দেখে আদালত এক সরকারি আইনজীবী সহ ২১ জন আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় আদালত অবমাননার রুল জারির সিদ্ধান্ত গ্রহণ করে।এদিকে অ্যাডিশনাল ডিট্রিক্ট জাজ হেনস্থার বিষয়টি অভিযোগের আকারে চিঠিতে লিখে জেলা বিচারকের কাছে জমা দেন গত ১০ জানুয়ারি। সেই চিঠি জেলা বিচারক কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে পাঠান। হাইকোর্টের প্রধান বিচারপতি যাতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করেন সেই আর্জি জানানো হয়। তারপরই হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তৈরি করে মামলাটি শুনানি করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতোই সোমবার মামলাটির শুনানি হয়|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *